বুধবার, জুলাই 23, 2025

বাংলাদেশের ময়মনসিংহে চার ভাইয়ের এক বউ দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার 

সম্প্রতি ‘Muhammad Yunus New Banglsdesh. In Bhaluka, Mymensingh, Bangladesh, an unusual incident took place where four brothers from the same family married the one Girl.’ ক্যাপশনে ‘বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও একাধিক ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে৷ 

ভিডিওটিতে আলোচিত চার পুরুষ ও এক নারীকে তাদের কারণ ও মতামত বর্ণনা করতে দেখা যায়।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, একটি স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Disha 24 নামক ইউটিউব চ্যানেলে গত ০২ ফেব্রুয়ারি ‘ভালুকায় চার ভাই মিলে এক বউ বিয়ে করে নেট দুনিয়ায় ভাই-রাল দেখুন | Short film 2025’ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

Comparison: Rumor Scanner 
Screenshot: YouTube 

ভিডিওটির শিরোনামে ‘Short film 2025’ উল্লেখ করা হয়েছে। এছাড়া, Disha 24 নামক এই ইউটিউব চ্যানেলটির বিবরণীতে গিয়ে দেখা যায়, চ্যানেলটিতে বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলা নাটক প্রদর্শন করা হয়ে থাকে। 

পরবর্তীতে, Village life3 নামক ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি প্রকাশিত পোস্টে ‘চার ভাইয়ের এক বউ, অতঃপর’ ক্যাপশনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফেসবুক পেজটি (Village life3) পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিকে ‘Reel creator’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি থেকে নিয়মিত বিনোদনমূলক কনটেন্ট প্রচার করা হয়।

উল্লেখ্য, পেজটিতে (Village life3) এমন দুটি পৃথক ভিডিও খুঁজে পাওয়া গেছে যেখানে আলোচিত ভিডিওটিতে থাকা দুইজন পুরুষ উক্ত নারীকে যথাক্রমে তার শ্যালিকাতার ছোট বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। 

অর্থাৎ, পেজটি পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড।

সুতরাং, বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের চার ভাই একজন নারীকে বিয়ে করেছে দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img