সম্প্রতি, ‘শাহবাগে পুলিশের বেরিকেট ভেঙে শিক্ষার্থীরা ইউনুসের পদত্যাগের দাবিতে’ শীর্ষক একটি তথ্য প্রচার করা হয়েছে।
পোস্টটিতে তারিখ হিসেবে আজকের তারিখ অর্থাৎ ২৩ জুলাই উল্লেখ রয়েছে।

এক্সে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আজকের নয়। এর সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ১৪ মে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে। সেই ঘটনারই দৃশ্য এটি।
অনুসন্ধানে এটিএন বাংলারফেসবুক পেজে গত ১৪ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এটিএন বাংলা নিউজের পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি পুলিশের ব্যারিকেট ভেঙে শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের প্রবেশের দৃশ্য।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলা নিউজের ওয়েবসাইটে একই তারিখে “পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৪ মে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা। ওইদিন সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন তারা। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লেও, সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি আজকের নয়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজ (২৩ জুলাই) শাহবাগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে আন্দোলন করার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত ১৪ মে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে আজ (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলন করার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ATN Bangla News- Facebook Post
- BanglaNews24- পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা