জামায়াত-শিবির কিংবা এনসিপি কর্তৃক কলেজ থেকে ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে যাওয়ার এই দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘জামাত শিবির ও তাদের বি- টিম এনসিপি জঙ্গী সন্ত্রাসীরা!! কি ভাবে কলেজ থেকে ছাত্রলীগের কর্মিকে হত্যা করার জন্য ধরে নিয়ে যাচ্ছে দেখুন!!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি জামায়াত-শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে যাওয়ার কোনো ঘটনার নয়। বরং, এটি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টার ভিডিও। 

এই বিষয়ে ভিডিওটিতে থাকা ‘প্রসঙ্গ’ নামক লোগোর সূত্র ধরে রাজশাহীর স্থানীয় নিউজ অনলাইন নিউজ পোর্টাল ‘Proshongonews24.com’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ১ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির প্রথম অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

Comparison : Rumor Scanner

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল শেষে শিক্ষার্থীদের আটকের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে; পরে রাবি শিক্ষকদের হস্তক্ষেপে সেখান থেকে কাউকে আটক না করে ছেড়ে দেয় পুলিশ’।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই ঘটনার বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, সারা দেশে ছাত্র হত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে গত বছরের ১ আগস্ট লাল কাপড় মুখে বেঁধে মৌন মিছিল করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষকদের এই মৌন মিছিলে বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। মৌন মিছিল শেষে শিক্ষার্থীদেরকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা চালান সিভিল ড্রেসে থাকা আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে জামায়াত-শিবির কিংবা এনসিপি কর্তৃক কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে যাওয়ার দাবির কোনো সম্পর্ক নাই।

সুতরাং, ২০২৪ সালের ১আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টার দৃশ্যকে সম্প্রতি জামায়াত-শিবির ও এনসিপি কর্তৃক কলেজ থেকে ছাত্রলীগের কর্মীকে হত্যা করার জন্য ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img