গত ৩ আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দিন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী নূরে আলম নোমান নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী নূরে আলম নোমান কোটা সংস্কার আন্দোলনে গত ৩ আগস্ট নিহত হননি বরং তিনি সুস্থ আছেন। গত ৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে নোমান তার সুস্থতার কথা জানান। সেই পোস্টে তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ৩ আগস্ট নূরে আলম নোমান নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Nure Alom Noman – Facebook Post