প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রিতে অস্বীকৃতিতে হামলার প্রতিবাদে বিক্ষোভের সাথে ভালোবাসা দিবসের সংযোগ নেই

সম্প্রতি “ভ্যালেন্টাইন ডে উপলক্ষে টাঙ্গাইলের ফার্মেসি মালিকদের নিষেধ করা হইছিল দোকান না খুলতে। ফার্মেসি মালিকরা নিষেধ অমান্য করে কনডম বিক্রি করায় মোল্লারা তাদের উপরে হামলা করে। কয়েকটা ফার্মেসি ভাংচুর করে। আজ সন্ধ্যার পর ফার্মেসির মালিকরা এই ঘটনার প্রতিবাদে মিছিল বাহির করছিল। ফার্মেসির মালিকরা আসলে জানে না যে ফকিত ভালোবাসা হয় মাদ্রাসায়। যেখানে বড় হুজুররা কচি কচি বাচ্চাদের লুঙ্গি তুলে তাদের থার্মোমিটার দিয়ে জ্বর মাপে।” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভালোবাসা দিবস উপলক্ষে দোকান বন্ধের নিষেধ অমান্য করে কনডম বিক্রির কারণে টাঙ্গাইলে ফার্মেসিতে হামলার ঘটনার প্রতিবাদের নয়, বরং এটি প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলার প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Sheikh Saadi’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত দুইটি ভিডিও সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের দ্বিতীয় ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘মধুপুর সোহাগ ফার্মেসিতে অতর্কিত ভাবে সন্ত্রাসিবাহিনী হামলা চালায়। হামলার প্রতিবাদে, মধুপুর শিল্প ও বণিক সমিতি, প্রতিবাদ রেলি করেন এবং সন্ত্রাসিদের গ্রেফতারের দাবি জানান। সন্ত্রাসিদের ঠিকানা মধুপুরে হবেনা, সন্ত্রাসিদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসিদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। একটা একটা সন্ত্রাস ধরো সকাল বিকাল ধোলাই করো।’

উক্ত তথ্যের সূত্র ধরে মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ‘মধুপুরে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলা, প্রতিবাদে ধর্মঘট’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ 

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় দোকানে (ফার্মেসি) হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৫ ফেব্রুয়ারি (শনিবার) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ঘটনার পর থেকে মধুপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। 

মধুপুর কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান জানান, সন্ধ্যার দিকে কয়েক যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। দোকানমালিকের ছেলে সোহাগ মিয়া তাঁদের কাছে ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। 

এছাড়া, এ বিষয়ে দেশের মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (,) থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলার প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির দৃশ্যকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দোকান বন্ধের নিষেধ অমান্য করে কনডম বিক্রির কারণে টাঙ্গাইলে ফার্মেসিতে হামলার প্রতিবাদের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img