গিয়াস উদ্দিন তাহেরীর বক্তব্যকে বিকৃত করে প্রচার 

সম্প্রতি, “দেলোয়ার হোসাইন সাঈদীর, জন্য আফসোস করে কি বললেন স্টেজে তাহেরী হুজুর” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ভিডিও ক্লিপটিতে গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, আজকে এই লোকটা কবরে থাকবে আমি কল্পনাও করি নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের গোলজার বানিয়ে দেয়। আমিন কন!… উনি আদমওয়ালা মানুষ ছিলেন, নম্র প্রকৃতির মানুষ ছিলেন৷ বেশী কথা বলতেন না, কিন্তু হক কথা বলতেন। আকিদার ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দিতেন না।…”

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “দেলোয়ার হোসাইন সাঈদীর, জন্য আফসোস করে কি বললেন স্টেজে তাহেরী হুজুর” শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিও ক্লিপটিতে কথাগুলো গিয়াস উদ্দিন তাহেরী দেলাওয়ার হোসাইন সাঈদীকে উদ্দেশ্য করে বলেননি বরং মুজিব এবং মতিউর রহমান নামের দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে এক ওয়াজ-মাহফিলে তিনি কথাগুলো বলেছিলেন। 

রিভার্স ইমেজ সার্চ করে Md. Gias Uddin নামের একটি ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

পোস্টটিতে দাবিটি মিথ্যা বলে ক্যাপশনে লিখা হয়, বিরামপুর মিডিয়া কে ধন্যবাদ সত্য ভিডিও তুলে ধরে নষ্ট ভ্রষ্ট শি*য়াদের দুই গালে জুতা মারার জন্যে।

১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির আগের ও পরেট অংশ কেটে দেলাওয়ার হোসাইন সাঈদীকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন বলে প্রচার করা হচ্ছে। 

Screenshot: Facebook 

পরবর্তীতে মূল ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইসলামিক ওয়াজ-মাহফিল ভিত্তিক Birampur HD Media নামের একটি ইউটিউব চ্যানেলে গিয়াস উদ্দিন তাহেরীর পুরো ওয়াজটি খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

১ ঘন্টা ২২ সেকেন্ডের ওয়াজ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিও শুরুর ৭ মিনিটে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, আমার মুজিব ভাই খুব মহব্বতের মানুষ আছিলেন। লোকটা আমারে দাওয়াত কইরা লোকটার নাম্বারটা আমারে দিয়া আইছে। আজকে এই লোকটা কবরে থাকবে আমি কল্পনাও করি নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের গোলজার বানিয়ে দেয়। আমিন কন!…।

Screenshot: YouTube 

পরবর্তীতে ওয়াজটির ১১ মিনিট ১১ সেকেন্ডে গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, আল্লাহর অলি মতিউর রহমান সাহেবের খেলার কথা। উনি আদমওয়ালা মানুষ ছিলেন, নম্র প্রকৃতির মানুষ ছিলেন৷ বেশী কথা বলতেন না, কিন্তু হক কথা বলতেন। আকিদার ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দিতেন না।…”

Screenshot: YouTube 

অর্থাৎ, গিয়াস উদ্দিন তাহেরী কথাগুলো দেলাওয়ার হোসাইন সাঈদীকে উল্লেখ করে নয় বরং মুজিব ও মতিউর রহমান নামের দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছেন। 

মূলত, গিয়াস উদ্দিন তাহেরী দেলাওয়ার হোসাইন সাঈদীকে উদ্দেশ্য করে ওয়াজ-মাহফিলের কথা বল আফসোস করেছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হওয়া একটি ওয়াজ-মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী দেলাওয়ার হোসাইন সাঈদীকে উদ্দেশ্য করে কথাগুলো বলেননি বরং মুজিব এবং মতিউর রহমান নামের দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলেছিলেন। 

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর দুইবার বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের একটি মামলায় তিনি গ্রেফতার হন। পরে ২ আগস্ট এদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন জামায়াতের এই নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিরুদ্ধে আনা মোট বিশটি অভিযোগের মধ্যে আটটিতে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালে আপীল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে ২০১৭ সালের ১৫ মে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে কারাগারে থেকেই সাজা ভোগ করছিলেন তিনি। গত ১৪ আগস্ট রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সুতরাং, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে গিয়াস উদ্দিন তাহেরী বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img