কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গত ০৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা এবং ০৪ আগস্ট থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। ০৩ আগস্ট এক সংবাদ সম্মেলনে পরদিন ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জমায়েত কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসবের মধ্যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং বাংলাদেশ ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক ০৪ অগাস্ট পূর্বঘোষিত সকল আন্দোলন, মিছিল, মিটিং এবং সভা প্রত্যাহার করে নেওয়ার একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আইর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ০৪ আগস্টের পূর্বঘোষিত জমায়েত কর্মসূচি প্রত্যাহার করে প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বাংলাদেশ ছাত্রলীগ বরং আলোচ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে কথিত প্রেস বিজ্ঞপ্তিটির সাথে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া প্রেস বিজ্ঞপ্তির ফরমেট, ফন্টসহ আনুষঙ্গিক কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়।

এছাড়া, ০৪ আগস্টে ছাত্রলীগ গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ ছাত্রলীগ থেকে প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে ছাত্রলীগের ওয়েবসাইট, ফেসবুক পেজে আলোচিত দাবিতে কোনো তথ্য বা প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে অধিকতর নিশ্চিতের জন্য বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে ছাত্রলীগের বিজ্ঞপ্তির বিষয়ে তাদের ভেরিফাইড পেজ দেখার পরামর্শ দিয়েছেন।
মূলত, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যেই ০৩ আগস্ট এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় ০৪ আগস্ট ২০২৪ জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ০৪ আগস্ট মধ্য রাত থেকেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ থেকে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
সুতরাং, ০৪ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Student’s League- Facebook Page
- Statement from Miftahul Islam Pantho