শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচারিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যটি এডিটেড

সম্প্রতি, পাবনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ‘আমরা শেখ হাসিনাকে সসম্মান দেশে ফিরিয়ে আনবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

রাষ্ট্রপতি

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ১ লাখ ৫৮ হাজার ১২৮ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১২ হাজার ১৮৪ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ৪০৫ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে পাবনার নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য প্রদানের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত বছর পাবনায় অনুষ্ঠিত রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের ক্লিপে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটির শুরুতে NEWS HOUR-এর সংবাদ পাঠিকার একটি ক্লিপ দেখতে পাওয়া যায়। যার পরবর্তীতে পাবনায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর নাগরিক সংবর্ধনা নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে প্রচারিত একটি ভিডিওর ক্লিপ দেখানো হয়। ভিডিওটিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে বলতে শোনা যায়, ‘আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন। শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তত পক্ষে আপনাদের বাড়িতে আপনারা শপথ গ্রহণ করুন। বাড়ির কয়জন থেকেই শপথ শুরু হোক। সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।’ 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ডিবিসির লোগো এবং ভিডিওতে দেখতে পাওয়া ‘পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময়’ শীর্ষক লেখাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DBC NEWS এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে পাবনায় নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি | DBC NEWS শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে NEWS HOUR-এর সংবাদ পাঠিকার যে ক্লিপটি দেখানো হয় তার ভয়েসের সাথে উক্ত প্রতিবেদনের সংবাদ পাঠিকার কণ্ঠ এবং বক্তব্য হুবহু মিলে যায়। এছাড়াও আলোচিত ভিডিওতে দেখানো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ফুটেজটিরও হুবহু মিল পাওয়া যায়। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Maasranga News এর ইউটিউব চ্যানেলে গত বছরের একই দিনে সরাসরি সম্প্রচারিত নাগরিক সংবর্ধনার সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

উক্ত ভিডিওটি পর্যালোচনা করেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের কোথাও আলোচিত ভিডিওর কথাগুলো শুনতে পাওয়া যায়নি। 

মূলত, নিজ জেলা পানায় রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের ভিডিও ফুটেজটি ২০২৩ সালের ২৬ মে তারিখের। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। সে সময় তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসেনা। তাছাড়া সেই ভিডিও ফুটেজকে গত ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্য দাবিতে প্রচার করাটাও অপ্রাসঙ্গিক।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পানার মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পুরোনো ভিডিওতে ভিন্ন অডিও বসিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, পাবনার নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবেন বলেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং এ সম্পর্কিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img