পর্তুগালের নাজারে বিশাল ঢেউয়ের এই ছবিটি একটি ডিজিটাল আর্টওয়ার্ক

সম্প্রতি ‘A blend of 5 giant waves Nazaré, Portugal বা পর্তুগালের নাজারে ৫ টি বিশাল ঢেউয়ের ছবি‘ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পর্তুগালের নাজারের বড় বড় ঢেউয়ের ছড়িয়ে পড়া ছবিটি প্রকৃত ছবি নয় বরং এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা একটি ডিজিটাল আর্টওয়ার্ক।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আর্ট মার্কেটপ্লেস Pixels- এর ওয়েবসাইটে ২০২১ সালের ৩০ নভেম্বর “Nazare Morning” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি Mattias Hammar নামে জনৈক ব্যক্তির করা ডিজিটাল আর্টওয়ার্ক।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে আরও জানা যায়, এটি পর্তুগালের নাজারের বড় বড় ঢেউয়ের একটি কল্পনাপ্রসূত সংস্করণ। ২০২০ সালে এই স্থানে তোলা ১২ টি ছবির সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি আর্টওয়ার্কটির শিল্পী Mattias Hammar এর ইনস্টাগ্রাম একাউন্টেও ২০২১ সালের ২৫ নভেম্বর ‘A magic morning fantasy session with a mix of their waves from feb 2020‘ শীর্ষক শিরোনামে একই ছবি খুঁজে পাওয়া যায়।

এখানেও এটিকে ডিজিটাল আর্টওয়ার্ক ও ফটোশপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মূলত, Mattias Hammar নামে একজন আর্টওয়ার্ক শিল্পী ২০২০ সালে পর্তুগালের নাজারে তোলা ১২ টি ছবির সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একটি ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করেন। তার তৈরি করা এই ছবিটিই পরবর্তীতে নাজারের সমুদ্র তীরের বাস্তব ছবির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সুতরাং, পর্তুগালের নাজারে তোলা ১২টি ছবির সমন্বয়ে নির্মিত একটি ডিজিটাল আর্টওয়ার্ককে সমুদ্র তীরের বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img