সম্প্রতি, “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রীর মন্তব্য দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের চামড়া শিয়ালে খাবে” শীর্ষক কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি বরং দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট বিকৃত করে প্রচারের ফলে তথ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মূলত, দৈনিক যুগান্তরের ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি সংবাদের স্ক্রিনশটকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে প্রচারের মাধ্যমে “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী” শীর্ষক মন্তব্যটি প্রধানমন্ত্রীর করা মন্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, গত ০৭ মে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে “আমরা কোথায় ব্যর্থ হয়েছি, প্রশ্ন প্রধানমন্ত্রীর” শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং উক্ত প্রতিবেদনটি একই দিনে যুগান্তরের ভেরিফাইড ফেসবুক পেজে “আমরা কোথায় ব্যর্থ হয়েছি, প্রশ্ন প্রধানমন্ত্রীর” শীর্ষক ক্যাপশনে প্রচার করা হয়।
দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত উক্ত সংবাদের একটি স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে শিরোনাম পরিবর্তন করে “চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা” করা হয় এবং পোস্ট ক্যাপশন পরিবর্তন করে “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের” করা হয়।
পরবর্তীতে, বিকৃত করা উক্ত সংবাদের স্ক্রিনশটটি বিভিন্ন ফেসবুক পেজ (আর্কাইভ) এবং আইডি (আর্কাইভ) থেকে প্রচার করা হলে স্ক্রিনশটে থাকা তথ্যটি বিবর্তিত হয়ে “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী” শীর্ষক দাবিতে ছড়িয়ে পড়ে।


উল্লেখ্য, পূর্বেও একইভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বক্তব্যের স্ক্রিনশট বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হলে সেগুলোকে ভুয়া শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রীর মন্তব্য দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Jugantor on Facebook – https://www.facebook.com/262304647127839/posts/5584115261613391/
- Daily Jugantor – আমরা কোথায় ব্যর্থ হয়েছি, প্রশ্ন প্রধানমন্ত্রীর