সম্প্রতি, “র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী” শীর্ষক একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী” শীর্ষক কোনো বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী দেননি বরং যমুনা টিভির একটি প্রতিবেদনের স্ক্রিনশট বিকৃত করে তথ্যটি প্রচার করা হচ্ছে।
মূলত, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দেয়ার আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাগুলোর চিঠি প্রেরণকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের গণমাধ্যমকে দেওয়া একটি বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে গুজবটি ছড়িয়ে পড়ে।
গুজবের সূত্রপাত
গত ২১ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান “আমাদের র্যাব কাজকর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ (কার্যকর), ভেরি এফিশিয়েন্ট (খুব দক্ষ) এবং তারা করাপ্ট (দুর্নীতিগ্রস্ত) নয়। এ জন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে। তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে।” পরবর্তীতে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গনমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদটি “র্যাবের কারণেই দেশে সন্ত্রাস কমেছে: পররাষ্ট্রমন্ত্রী” শীর্ষক শিরোনামে যমুনা টিভির অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।

পরবর্তীতে, যমুনা টিভির উক্ত শিরোনাম সম্বলিত প্রতিবেদনটির পোস্টের একটি স্ক্রিনশট এডিট বা ফটোশপের মাধ্যমে বিকৃত করে “র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী” শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দেয়ার আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ মোট ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণ করে, যা হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে চলতি বছরের ২০ জানুয়ারিতে প্রকাশ করেছে।
আরো পড়ুনঃ মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষিতে র্যাব কর্মকর্তার দেয়া বক্তব্যকে বিকৃত করে প্রচার
সুতরাং, “র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী” শীর্ষক শিরোনামে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জড়িয়ে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- যমুনা টিভি প্রতিবেদনঃ https://www.jamuna.tv/news/311733
- যমুনা টিভি ফেসবুক পোস্টঃ https://www.facebook.com/JamunaTelevision/posts/4925146844247804
- পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য (প্রথম আলো): https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE
- পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য (যুগান্তর): https://www.jugantor.com/todays-paper/first-page/511651/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE–%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80
- মানবাধিকার সংস্থার চিঠি (বিবিসি): https://www.bbc.com/bengali/news-60067112