আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়া ব্যক্তিটি পিকে হালদার নন

সম্প্রতি ‘সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে পিকে হালদার… বেডা আমার ছবি না তুলে এস আলমের ছবি তোল।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

পিকে হালদার

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত পিকে হালদারের সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তিটি পিকে হালদার নন। বরং তিনি পিকে হালদারের সহযোগী ইনকাম ট্যাক্সের অ্যাডভোকেট সুকুমার মৃধা। এছাড়া পিকে হালদার বর্তমানে পালাতক রয়েছেন।

দাবিটি নিয়ে অনুসন্ধানে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের  ইউটিউব চ্যানেলে গত ৫ সেপ্টেম্বর ‘সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হলেন পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির প্রথম দশ সেকেন্ডের ফুটেজের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Image Analysis: Rumor Scanner

এ ভিডিও থেকে জানা যায়, আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তিটির নাম সুকুমার মৃধা। তিনি পিকে হালদারের সহযোগী।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তিটির সঙ্গে ওপেন সোর্সে পাওয়া পিকে হালদারের ছবি মিলিয়ে দেখে।

এতে নিশ্চিত হওয়া যায়, পিকে হালদারের দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তিটি তিনি নন বরং উক্ত ব্যক্তিটি হলেন সুকুমার মৃধা।

Image Analysis: Rumor Scanner

এছাড়া অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ এ গত ৫ সেপ্টেম্বর ‘পি কে হালদারের মামলায় যুক্তিতর্ক ১৩ সেপ্টেম্বর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পি কে হালদার পলাতক রয়েছেন।

মূলত, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এদিন এ মামলায় কারাগারে থাকা আসামি সুকুমার মৃধাকে আদালতে হাজির করা হয়৷ এ সময় তার ভিডিও ধারণরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বেডা আমার ছবি না তুলে এস আলমের ছবি তোল।’ পরবর্তীতে তার এই ভিডিও ফুটেজটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকে হালদারের দাবিতে ছড়িয়ে পড়ে। 

প্রসঙ্গত, দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ নিয়ে গত ৪ আগস্ট ‘এস আলমের আলাদিনের চেরাগ‘ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার। প্রতিবেদনটিতে দৈনিকটি এস আলম গ্রুপের দেশের বাইরে অবৈধ আর্থিক লেনদেনের বিষয় তুলে আনে। এই প্রতিবেদনের ভিত্তিতে গত ৬ আগস্ট গণমাধ্যমটিতে উঠে আসা অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তীতে একই মাসের ২৩ তারিখ এই অভিযোগ অনুসন্ধানে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত স্তিতাবস্থা জারি করা হয়।

সুতরা, পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধার সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়ার ভিডিওটিতে তাকে পিকে হালদার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img