শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

কুমিল্লায় ফুটবল দল বহনকারী পিকআপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা ১২ নয়

সম্প্রতি, ‘কুমিল্লায় অনূর্ধ ১৭ ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় ফুটবল দল বহনকারী পিকআপের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হননি  বরং এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত সেই দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে অনলাইন পোর্টাল বিডি নিউজ২৪ এ ১১ জুন “পিকআপে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৪” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: bdnews24 

প্রতিবেদনটি থেকে জানা যায় , কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।আহত হয়েছেন সাতজন। রোববার (১১জুন) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একইদিনে জাতীয় দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে “ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ৪ জনের” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি  প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। পিকআপভ্যানে করে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট দেখতে আসার সময় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।

Screenshot: Daily Jugantor 

এছাড়াও জাতীয় দৈনিক সমকাল “কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪” এবং দেশ রূপান্তরে “কুমিল্লায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ, নিহত ৪” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।   

পরবর্তীতে তথ্যটি নিয়ে অধিকতর যাচাইয়ের জন্য  রিউমর স্ক্যানার টিম কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিষ ঘোষ এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকীর সাথে যোগাযোগ করে। 

এ প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী রিউমর স্ক্যানারকে বলেন, ‘এ পর্যন্ত ৪ জনই নিহত হয়েছে। বাকিরা চিকিৎসাধীন আছে।’

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিষ ঘোষ রিউমর স্ক্যানারকে বলেন, ‘৪ জনই নিহত হয়েছে। একজনের অবস্থা একটু সংকটাপন্ন। তবে, নিহত ৪ জনই হয়েছে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী রিউমর স্ক্যানারকে বলেন, ‘আমি এ পর্যন্ত ৪ জন নিহতের তথ্য পেয়েছি। ঘটনাস্থলে দুইজন ও আমরা তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। সেখান থেকে দুইজন মারা গেছেন। একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’ 

অর্থাৎ, উল্লিখিত দুর্ঘটনায় এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

মূলত, গত ১১ জুন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে যাচ্ছিলেন লালবাগ এলাকার একদল তরুণ। এসময় সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে তাদের বহনকারী পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনের প্রানহানির ঘটনা ঘটে। তবে এই ঘটনাটিকেই পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার তথ্যপ্রমাণ ব্যতীত ১২ জন নিহত হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে।   

সুতরাং, কুমিল্লায় ফুটবল দল বহনকারী পিকআপের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনাকে ১২ জন নিহত হওয়ার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img