থাইল্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট আকৃতির ভবনের ছবি দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট আকৃতির ভবনের ছবিটি আসল ভবনের নয় বরং এটি বিপণন প্রচারের জন্য একটি বিজ্ঞাপনী সংস্থা দ্বারা তৈরি একটি ডিজিটাল চিত্রকর্ম।
এ বিষয়ে অনুসন্ধানে archibase.co নামক ওয়েবসাইটে ২০১৪ সালের ১৫ জুলাই “Finger print building, Bangkok, Thailand” শীর্ষক শিরোনামে নিবন্ধে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।
নিবন্ধের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, থাইল্যান্ডের ব্যাংকের এই ভবনটি আসল নয়। একটি ডিজিটাল চিত্রকর্ম। যা বিপণন প্রচারের জন্য একটি বিজ্ঞাপনী সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে।
Architectweekly নামক ওয়েবসাইটে গত ৫ মার্চ প্রকাশিত একটি নিবন্ধ থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, থাইল্যান্ডে ফিঙ্গারপ্রিন্ট আকৃতির আদলে তৈরি একটি ডিজিটাল চিত্রকর্ম বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।