গত ২৬ মে রাতে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। পরের দিন সকালে এটি বাংলাদেশের স্থলভাগে উঠে আসে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘূর্ণিঝড়ের পর সামাজিক মাধ্যমে “রিভেঞ্জ! সমুদ্র যে কতটা প্রতিশোধপরায়ণ হতে পারে! যা দিয়েছেন, সমুদ্র একদিনেই তা ফেরত দিলো!” শিরোনামে সমুদ্রের তীরে পড়ে থাকা ময়লা-আবর্জনার একটি ছবি ছড়িয়ে পড়ে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
পরবর্তীতে একই ছবি কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রামের দাবিতেও প্রচার করা হয়।
কক্সবাজারের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
চট্টগ্রামের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমুদ্রের তীরে পড়ে থাকা ময়লা-আবর্জনার আলোচিত ছবিটি ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সময়ের নয় এবং এটি বাংলাদেশেরও নয়, বরং ছবিটি ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে তোলা হয়েছে।
ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। এতে দীপক মোহনি নামের একজন ভারতীয়র এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০১৯ সালের ০৫ আগস্ট প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।
ওই পোস্টের ক্যাপশনে ছবিটি ভারতের মুম্বাইয়ের ভার্সোভার পাম বিচ অ্যাপার্টমেন্টস থেকে তোলা হয়েছে বলে উল্লেখ করা হয়।
পোস্টের মন্তব্যগুলো পর্যবেক্ষণ করে জনাব দীপকের একটি মন্তব্য পাওয়া যায়। যেখানে তিনি জানান, ছবিটির আসল মালিক ‘toosid’ নামের এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী।
ওই মন্তব্যে তিনি আরও জানান, এই ছবিটি তিনি ওই ভবনের একজন বাসিন্দার কাছ থেকে পেয়েছেন এবং তিনি ছবিটির সত্যতা সম্পর্কে নিশ্চয়তা দিতে পারবেন।
এই সূত্রে ‘toosid’ নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৯ সালের ০৪ আগস্ট প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
মুম্বাইয়ের ভার্সোভায় চেক ইন দিয়ে উক্ত ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা যা কিছু ছুঁড়ে ফেলেছি, তা মাত্র কয়েক ঘণ্টায় উগরে দিয়েছে সমুদ্র।”
পরবর্তীতে ছবিটির সত্যতা সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে ‘toosid’ নামের ইন্সটাগ্রাম আইডির মালিক সিদ্ধান্ত গান্ধীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি আমাদের নিশ্চিত করেন যে, ছবিটি ভারতের মুম্বাইয়ে তোলা।
মূলত, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে আঘাত হানার পর সমুদ্রের তীরে পড়ে থাকা ময়লা-আবর্জনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকে এই ছবিটি বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রামের বলে দাবি করেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ঘূর্ণিঝড় রিমালের নয় এবং বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে তোলা হয়েছিল।
সুতরাং, ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে তোলা সমুদ্রের তীরে পড়ে থাকা ময়লা-আবর্জনার একটি ছবিকে বর্তমানে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালের পরিণতি হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Deepak Mohoni on X – https://x.com/deepakmohoni/status/1158294258861797376
- toosid on Instagram – https://www.instagram.com/p/B0u2thyFmM4
- Statement from Sidhant Gandhi.