কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের ছাত্রলীগের কর্মী দাবিতে প্রচার 

সম্প্রতি, ‘মিথ্যা মামলায় আসামি ছাত্রলীগ কর্মী… বীর সন্তানেরা বারবার তোমরা ফিরে আসবে ইনশাআল্লাহ’ শীর্ষক ক্যাপশনে একাধিক ব্যক্তির হাতকড়া পরা অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, হাতকড়া পরা ব্যক্তিরা ছাত্রলীগ কর্মী। তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছাত্রলীগ কর্মী নন বরং, কোটা সংস্কার আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে গত ৩১ জুলাই খুলনা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে কারাগারে নেওয়ার সময়কার ভিডিও এটি।  

অনুসন্ধানে “খুলনা প্রতিদিন” নামক ফেসবুক পেজ থেকে গত ০১ আগস্ট প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে যুক্ত ছবির ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিদের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয় ছবির ব্যক্তিরা খুলনায় গ্রেফতার হওয়া শিক্ষার্থী। আজ (০১ আগস্ট) বৃহস্পতিবার খুলনা সদর থানা পুলিশ তাদেরকে আদালতে উপস্থিত করেন। আন্দোলন চলাকালীন সময় বুধবার (৩১ জুলাই) তাদেরকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ভিডিওর ব্যক্তিদের পরিচয় বিষয়ে গত ০৯ অক্টোবর “Mohorom Hasan Mahim” নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টে আলোচিত ভিডিওর স্ক্রিনশট যুক্ত করে বলা হয়, ‘জুলাইয়ের এই গণঅভ্যুত্থানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকের বাংলাদেশ তবে কিছু নসাৎকারী অপ্রীতিকর ঘটনা ও অনলাইনের মাধ্যমে আমাদের ৩১ ই জুলাইয়ের এরেস্ট হয়ে কারাগারে যাওয়ার ভিডিও ভায়োলেন্স করছে, ছাত্রলীগের কর্মী হিসেবে-জামায়াত ইসলামের কর্মী হিসেবে। সংগত কারণেই আমি/আমরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ভিডিও সঠিকভাবে প্রচার করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি কোন অপ্রীতিকর ও লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডে সংযুক্ত করলে আমরা আইনত ব্যাবস্থা নিবো। সকলকে সঠিকটা প্রচার করার জন্য আহবান জানাচ্ছি।

বিবৃতিতে;
মহরম হাসান মাহিম 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,খুলনা।’

Mohorom Hasan Mahim নামক অ্যাকাউন্টটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে থাকা লাল শার্ট পরা ব্যক্তিটিই মহরম হাসান মাহিম।

অনুসন্ধানের এ পর্যায়ে মহরম হাসান মাহিমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, এটি গত ৩১ জুলাই কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতারের দৃশ্য। তিনিও সেখানে ছিলেন। গ্রেফতারকৃত সবাই আন্দোলনকারী ছিলেন।

মহরম হাসান মাহিমের মাধ্যমে জানা যায়, সামনে থাকা দাড়িওয়ালা, সাদা গেঞ্জি পরা ব্যক্তি নিজাম মুর্শিদ দোলন৷ তিনিও আন্দোলনকারীদের সাথে ছিলেন এবং তিনি বাম রাজনীতির সাথে সম্পৃক্ত। 

তবে নিজাম মুর্শিদ দোলন বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থায় করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ০১ আগস্ট মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তারদের মধ্যে থেকে ১১ জনকে কারাগারে পাঠানোর সত্যতা পাওয়া যায়। 

অর্থাৎ, হাতকড়া পরিহিত ব্যক্তিরা ছাত্রলীগ কর্মী নন।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ভিডিওকে মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ কর্মীদের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img