সম্প্রতি “উদ্বোধনের আগে আরেক দফায় পদ্মা সেতুকে ধাক্কা দেওয়া ফেরির চালক!” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উদ্বোধনের আগে সম্প্রতি পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগার তথ্যটি সঠিক নয় বরং পদ্মা সেতুতে সর্বশেষ ২০২১ সালের ৩১ আগস্ট ফেরির ধাক্কা লেগেছিলো।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, দেশীয় মূলধারার গণমাধ্যম RTv এর অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল অর্থাৎ ১৫ জুন দুপুর ১২টায় “বারবার ফেরির ধাক্কা সত্ত্বেও সগৌরবে দাঁড়িয়ে পদ্মাসেতু, অপেক্ষা উদ্বোধনের” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। আরটিভির ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পরেই উদ্বোধনের আগে পদ্মা সেতুতে আরেক দফায় ফেরির ধাক্কা লেগেছে দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উক্ত ভিডিওটির সত্যতা নিশ্চিতে কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, একই ভিডিওটি আরটিভির ফেসবুক পেজেই ২০২১ সালে ২৩ জুলাই “এবার পদ্মা সেতুকে ধাক্কা দিলো ফেরি” শিরোনামে প্রকাশ করা হয়েছিলো।
পরবর্তীতে, সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েসাইটে ২০২১ সালের ২৪ জুলাই “পদ্মা সেতুর পিলারে বার বার ফেরির ধাক্কা কেন?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

মূলত, ২০২১ সালের ২৩ জুলাই সকালে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহ জালাল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করে। পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার সেদিনের ঘটনায় ধারণকৃত একটি ভিডিও আরটিভির ফেসবুক পেজে পদ্মা সেতুর কাঠামোগত সহনশীলতার সক্ষমতা বুঝাতে সম্প্রতি পুনরায় প্রকাশ করা হয়। তবে পোস্টটিতে উক্ত ভিডিওর তারিখ উল্লেখ না করায় অনেক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওকে কেন্দ্র করে উদ্বোধনের আগে পদ্মা সেতুতে আরেক দফায় ফেরির ধাক্কা লেগেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।
Also Read: পদ্মাসেতু নিয়ে করা গানটি আসিফ আকবরের কণ্ঠে গাওয়া নয়
তাছাড়া সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লেগেছে এমন কোনো তথ্য মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় নি।
উল্লেখ্য, পদ্মা সেতুতে এই পর্যন্ত মোট ৫বার ফেরির ধাক্কা লেগেছে। সর্বশেষ ২০২১ সালের ৩১ আগস্ট পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙ্গে যায়। এর আগে ঐ বছর ১৩ আগস্ট ৪র্থ বার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলি নামের ছোট একটি ফেরির ধাক্কা লাগে। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার একাধিক ঘটনার পর সেই সময় এই ধরণের ঘটনা এড়াতে ফেরি চলাচলের রুট নির্ধারণ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এই রুট অনুযায়ী, পদ্মা সেতুর ১১ থেকে ১৪ নম্বর পিলারের মধ্য দিয়ে ফেরি চলাচল করার নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, পদ্মা নদীর ওপর নির্মিত ৬.১৫ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতুটি আগামী ২৫শে জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুতরাং, উদ্বোধনের আগে আরেক দফায় পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
BBC Bangla: পদ্মা সেতু: ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগলো স্প্যানের সাথে
Daily Ittefaq: পদ্মা সেতুর পিলারে আবারো ফেরির ধাক্কা
Daily Prothom Alo: পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা
Daily Prothom Alo: পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা, আহত ২৫
Daily Prothom Alo: পদ্মা সেতুতে ধাক্কা এড়াতে ফেরি চলাচলের রুট নির্ধারণ
Daily Prothom Alo: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে ‘সুপার গর্জিয়াস’
Daily Star: পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা, তলা ফুটো হয়ে যায় ফেরি শাহ মখদুমের