বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

আর্জেন্টিনার ম্যাচ দেখতে ঢাবিতে হওয়া জনসমাগমের ছবি পাবলো গাভী পোস্ট করেননি

সম্প্রতি “আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া জনসমাগমের ছবি স্প্যানিশ ফুটবলার পাবলো গাভী নিজ ফেসবুক পেজে শেয়ার করেছেন” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া জনসমাগমের ছবি পাবলো গাভী পোস্ট করার বিষয়টি সত্য নয় বরং গাভীর নামে ফেসবুকে তৈরি একটি আনঅফিশিয়াল বা ফ্যান পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, গত ২৭ নভেম্বর ফিফা বিশ্বকাপ-২০২২ আসরের আর্জেন্টিন বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনসমাগম হয়। ফটো সাংবাদিক M I Momin উক্ত জনসমগমের বেশ কয়েকটি ছবি তুলে সেগুলো নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে। পরবর্তীতে উক্ত ছবিগুলো থেকে দুইটি ছবি মূলধারার গণমাধ্যম চ্যানেল ২৪ ‘Channel 24 Click & Clips’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হয়।

Screenshot Source: Channel 24 Click & Clips

পরবর্তীতে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত উক্ত ছবি দুইটি ‘Pablo Gavi’ গাভীর নামের একটি ফেসবুক পেজে পোস্ট (আর্কাইভ) করা হয়।

তবে ‘Pablo Gavi’ নামের উক্ত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি স্প্যানিশ ফুটবলার পাবলো গাভীর (পাবলো মার্টিন পায়েজ গাভিরা) নামে তৈরি একটি ফ্যান পেজ। উক্ত পেজের ট্রান্সপ্যারেন্সি সেকশন থেকে জানা যায় পেজটি ২০২১ সালের ২৬ আগস্ট খোলা হয়েছে এবং পেজটি সংযুক্ত আরব আমিরাতের ২ জন ও বাংলাদেশের একজন অ্যাডমিন পরিচালনা করছেন।

এছাড়া আলোচিত পেজটির বায়োতে লেখা রয়েছে, এটি পাবলো গাভীর ফ্যান পেজ।

তাছাড়া রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে পাবলো গাভীর অফিশিয়াল কোনো ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তবে তার একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেখানে  আলোচিত বিষয় সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি।

Screenshot Source: Gavi

মূলত, গত ২৭ নভেম্বর হওয়া আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনসমাগম হয়। ফটো সাংবাদিক M I Momin এর তোলা উক্ত জনসমাগমের দুইটি ছবি স্প্যানিশ ফুটবলার পাবলো গাভীর নামে তৈরি করা একটি ফেসবুক ফ্যান পেজে পোস্ট করা হয়। পরবর্তীতে ফ্যান পেজের পোস্টকে কেন্দ্র করে “আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া জনসমাগমের ছবি পাবলো গাভী পোস্ট করেছেন” শীর্ষক একটি দাবি প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত পেজটি পাবলো গাভীর নামে তৈরি ফ্যান পেজ, যা বাংলাদেশ ও আরব আমিরাত থেকে পরিচালনা করা হচ্ছে।

সুতরাং, “আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখার জন্য ঢাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া জনসমাগমের ছবি পাবলো গাভী পোস্ট করেছেন” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img