সম্প্রতি, “পুলিশ বেড়ি ভেঙে রাতের শাপলা চত্বর দখলে নিলো জামায়াত- শিবিরের নেতা কর্মীরা” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ বেড়ি ভেঙে রাতেই শাপলা চত্বর দখলে নিলো জামায়াত- শিবিরের নেতাকর্মীরা শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী মাদরাসা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটি নিয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২১ সালের ২৭ মার্চ ‘Bangladesh Jamaat-e-Islami’ এর ইউটিউব চ্যানেলে “পুলিশের গুলিতে সাত জন নিহত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, পুলিশের গুলিতে সাতজন নিহত ও শতশত মুসল্লিকে আহত করার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে ২০২১ সালের ২৭ মার্চ নয়া দিগন্তের ওয়েবসাইটে “রাজধানী জামায়াতের বিক্ষোভ মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে অসংখ্য মুসল্লিকে হতাহত করার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
মূলত, ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী শাপলা চত্বরে মহাসমাবেশের আয়োজন করে। এই মহাসমাবেশকে ঘিরে ‘পুলিশ বেড়ি ভেঙে রাতেই শাপলা চত্বর দখলে নিলো জামায়াত- শিবিরের নেতাকর্মীরা’ শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে যে ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী মাদরাসা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের একটি পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর শনিবার সকাল থেকে আরামবাগে অবস্থান নেয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। সেখানে তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুদিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা।
সুতরাং, জামায়াতের নেতাকর্মীরা শাপলা চত্বর দখলে নিলো দাবিতে ইন্টারনেটে একটি পুরোনো এবং ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে ; যা বিভ্রান্তিকর
- Bangladesh Jamaat-e-Islami : পুলিশের গুলিতে সাত জন নিহত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ
- Daily Naya Diganta : রাজধানী জামায়াতের বিক্ষোভ মিছিল
- Jugantor : শাপলা চত্বরে ঢুকে পড়েছে জামায়াত