ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থান ভারতেই বলে জানা যাচ্ছে। সম্প্রতি, শেখ হাসিনার এইমাত্র দেশে ফেরার ভিডিও দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ১০ লাখ ৬১ হাজার ৫৯০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩৫ হাজার ৬৪৭ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ৯৭৪ বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার দেশে ফেরার দাবিটি সঠিক নয় বরং, সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনের গত আগস্টের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে ভিডিওটিতে কয়েকজন সেনা সদস্যকে একটি গাড়ি আসার জন্যে জনতাদের সরিয়ে রাস্তা তৈরি করতে দেখা যায়। তবে ভিডিওটির কোথাও শেখ হাসিনাকে দেখতে পাওয়া যায়না। কিন্তু ভিডিওটিতে ছাত্রলীগের একটি স্লোগান শুনতে পাওয়া যায়। পাশাপাশি ভিডিওটির ডানপাশের উপরের দিকে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের লোগো দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট ‘কথা শোনেনি’ পুলিশ, নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর গু লি | Army | Police | PB শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির ২ মিনিট ১৩ সেকেন্ড থেকে ২ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত ফুটেজের আলোচিত ভিডিওটির মিল রয়েছে। এটি মূলত ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক ভিডিও। ভিডিওতে শেখ হাসিনাকে দেখানোও হয়নি। তাছাড়া তিনি এখনও দেশেই ছিলেন।

অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। সম্পূূর্ণ ভিত্তিহীনভাবে আগস্টে সরকার পতনের এক দফা আন্দোলনের পুরোনো ফুটেজ ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই আলোচনায়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশ ফিরবেন বলে গত আগস্টে জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এর আগে এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, তার নিজের বা শেখ পরিবারের কারও রাজনীতিতে ফিরে আসার আর সম্ভাবনা নেই। বিভিন্ন সময়ে কথিত ফোনালাপের বরাতেও তিনি দেশে ফিরে আসবেন শীর্ষক দাবি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তাছাড়া, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে সাজা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানোর খবরও এসেছে গণমাধ্যমে।
সুতরাং, শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Protidiner Bangladesh Youtube Channel: ‘কথা শোনেনি’ পুলিশ, নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর গু লি | Army | Police | PB