বস্তাবন্দি লাশের দৃশ্যটি ‘নিখোঁজ’ কিশোরী সুবার নয়

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছেন। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছেন আরাবি ইসলাম সুবা নামের ওই কিশোরী। এসময় তার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি-শার্ট। এরই প্রেক্ষিতে অন্তত গতকাল (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বস্তাবন্দি এক কিশোরী উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, “আরাবি ইসলাম সুবা নামের একটি মেয়ে মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে গিয়েছিলো-। মেয়েটি আরাবী ইসলাম সুবা কিনা জানা নাই!। হাওড়ের ব্রিজের নিচে একটি মেয়েকে বস্তাবন্দী অবস্হায় পাওয়া গেছে-। @ভিডিও টি কালেক্ট করা।”

উক্ত ভিডিওর সংযুক্তিসহ কিছু পোস্টে এছাড়াও দাবি করা হয়, “আজ বিকালে বিয়ানীবাজার হাওরের মাঝে বস্তাবন্দী একটি মেয়েকে পাওয়া গেছে, এই মেয়েটারও পরনেও কালো প্যান্ট গোলাপি রঙের টি শার্ট ।”

অর্থাৎ, দাবি করা হয়েছে বস্তাবন্দি কিশোরী উদ্ধারের প্রচারিত ভিডিওটি আরাবি ইসলাম সুবা হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ে বা গতকাল (৩ ফেব্রুয়ারি) ধারণকৃত।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আরাবি ইসলাম সুবা হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ে বা গতকাল (৩ ফেব্রুয়ারি) ধারণকৃত নয় বরং, ২০২২ সালের ধারণকৃত ভিন্ন একটি ঘটনার দৃশ্যকে আরাবি ইসলাম সুবা হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ে ধারণকৃত বলে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘জার্নালআই২৪’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ জুলাইয়ে “ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্রিজের নিচ থেকে জীবিত বস্তাবন্দি কিশোরী উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি আরাবি ইসলাম সুবা হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ের নয় বরং, ২০২২ সালের। উক্ত ইউটিউব ভিডিওটির বর্ণনা অংশে ভিডিওটি সম্পর্কে বলা হয়, “ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২০২২ সালের ২১ জুলাই) সকাল পৌরশহরের টাঙন নদী থেকে বস্তা বন্দি অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে। মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমি মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতেন।…”

এরই প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, ইত্তেফাক, আজকের পত্রিকা, ঢাকা মেইলসহ আরো একাধিক গণমাধ্যমে এ বিষয়ে ২০২২ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদন পাওয়া যায়৷ প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ঠাকুরগাঁও শহরের টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভেতর থেকে বৃহস্পতিবার (২০২২ সালের ২১ জুলাই) সকালে এক জীবিত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ভুক্তভোগী ওই কিশোরী একটা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। ব্রিজের নিচে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধারকৃত ঐ কিশোরীর নাম মাহফুজা খাতুন ও তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আজ ০৪ ফেব্রুয়ারি কিশোরী সুবাকে নওগাঁ থেকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণে সুবা সেখানে গিয়েছে।

সুতরাং, আরাবি ইসলাম সুবা হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে ২০২২ সালে ধারণকৃত একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img