গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন। সম্প্রতি, শেখ হাসিনা পুনরায় দেশে ফিরেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ১৪ লক্ষ্য বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ২৩ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ৩০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউরম স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিটি সঠিক নয় বরং, শেখ হাসিনার জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে বাংলাদেশে ফেরার গত ফেব্রুয়ারি মাসের রীর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘Jamuna TV’ ইউটিউব চ্যানেলে গত ১৯ ফেব্রুয়ারি ‘দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Prime Minister | Jamuna TV’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সংবাদ পাঠিকার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। তবে, আলোচিত ভিডিওটি মূল ভিডিও থেকে কাটছাট এবং রিভার্স করে তৈরি করে প্রচার করা হয়েছে।
প্রতিবেদনটিতে থেকে জানা যায়, জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল শেখ হাসিনার প্রথম সরকারি বিদেশ সফর। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি গিয়েছিলেন তিনি।
অর্থাৎ, এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, গত ফেব্রুয়ারি মাসে জার্মান সফর শেষে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনার ভিডিও প্রতিবেদনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamuna TV: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Prime Minister | Jamuna TV
- Rumor Scanner’s Own Analysis