সম্প্রতি ‘পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের লিপা ভ্যালি তে অবস্থিত পাকিস্তানের একটি গোলাবারুদ ডিপোতে ভারতের হামলা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনার সময়ে ধারণ করা নয় বরং, ভিডিওটি অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Garhwal Rifles Bharti News’ নামক একটি ফেসবুক পেজে ২০২১ সালের অক্টোবর মাসে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের ভারতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘D-Intent Data’ এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আলোচিত বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানেও আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালের অক্টোবর মাস থেকে ইন্টারনেটে এর অস্তিত্ব রয়েছে বলে জানানো হয়েছে।

অর্থাৎ, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের লিপা ভ্যালিতে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে ভারত কর্তৃক হামলার দাবির সাথে আলোচিত ভিডিও’র কোনো সম্পর্ক নেই।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক পাকিস্তান ও ভারতের মধ্যকার বিরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।