ভোট জালিয়াতির এই ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়

গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘রাতেই পুলিশের সহায়তায় নৌকায় সিল পিটালো আ. লীগের কর্মীরা’ শীর্ষক শিরোনাম ও ‘রাতেই পুলিশের সহযোগিতায় ব্যালট বাক্স পূর্ণ, নিরব প্রশাসন’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভোট জালিয়াতির

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৪ হাজার বার। ভিডিওটিতে প্রায় ৬ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোট জালিয়াতির আলোচিত এই ভিডিওটি গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের নয় বরং এটি ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে ভোট জালিয়াতির অভিযোগের বিষয়ে ধারণকৃত ভিডিও।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে চশমা পরিহিত এক যুবককে সাংবাদিকদের কাছে ভোট জালিয়াতির বিষয়ে বিভিন্ন অভিযোগ করতে দেখা যায়। তবে সেখানে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৮ নভেম্বর ‘প্রিজাইডিং অফিসারের কাছে থেকে ব্যালট পেপার নিয়ে সিল মারছে যুবকরা!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

অর্থাৎ, এই ভিডিওটি ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের নয় এবং এর সাথে পুলিশের কোনো সংশ্লিষ্টটা নেই বরং ভিডিওটি ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ের। তবে ভিডিওটি কোন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি’র থাম্বনেইলে এক ব্যক্তিকে ব্যালটে সিল দিতে দেখা যায়।

Screenshot: Sabai Sikhi YouTube

কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে একাধিক গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়,  ভিডিওটি ২০২৩ সালের ০৫ নভেম্বর অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ আসনের উপ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ঘটনার দৃশ্যের।

Screenshot: Channel 24 YouTube

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনের একাধিক কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকের ব্যালটে সিল মারার বা নৌকা প্রতীকের সিল সম্বলিত ব্যালটের ভিডিও প্রকাশ হওয়ার কথা গণমাধ্যম সূত্রে (, ,) জানা যায়। এসব অভিযোগে একাধিক কেন্দ্রে সিল মারা ব্যালট বাতিল ও কেন্দ্রের ভোট বাতিলের সংবাদও পাওয়া যায়।

মূলত, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে প্রিজাইডিং অফিসারের কাছে থেকে ব্যালট পেপার নিয়ে যুবকদের সিল মারার অভিযোগের একটি ভিডিও সেসময় গণমাধ্যমে প্রচারিত হয়। উক্ত ভিডিও’র একটি অংশের সাথে গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘রাতেই পুলিশের সহায়তায় নৌকায় সিল পিটালো আ. লীগের কর্মীরা’ শীর্ষক শিরোনাম ও ‘রাতেই পুলিশের সহযোগিতায় ব্যালট বাক্স পূর্ণ, নিরব প্রশাসন’ শীর্ষক থাম্বনেইলের সাথে ২০২৩ সালের ০৫ নভেম্বর অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ আসনের উপ নির্বাচনের একটি কেন্দ্রে এক যুবকের সিল মারার ছবি যুক্ত করে প্রচার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেটে প্রচারিত একাধিক ভুল তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ের পুরোনো ভিডিওকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের সহায়তায় নৌকায় সিল মারার ভিডিও দাবিতে ইউটিউবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img