সম্প্রতি, ভিআইপি প্রটোকলে ভারতের অন্ধ্র প্রদেশে পৌছায়ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের অন্ধ্র প্রদেশের নয় বরং, ভিডিওটি সুইডেনের, যা অন্তত ২০১৭ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে ‘MS Media Studio’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৬ জুন ‘গাড়ী থেকে নেমে দৌড়ে প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী : Sheikh Hasina In sweden’ শীর্ষক শিরোনামে একটিভিডিওপাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে একই তারিখে শর্টস আকারে ‘Prime Minister Sheikh Hasina walking in Stockholm road for bengali’ শীর্ষক ক্যাপশনে আরেকটি ভিডিও পাওয়া যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ২০১৭ সালে কালেরকণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ও সুইডেন সফর ছিল।
এছাড়াও, ঢাকা টাইমস ও জাগোনিউজ২৪.কম এর প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি প্রধানমন্ত্রীর সেই সময়ের সুইডেন সফরের।
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের কোনো স্থানের নয় এবং ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়।
সুতরাং, সুইডেনের পুরোনো ভিডিওকে সম্প্রতি ভিআইপি প্রটোকলে ভারতের অন্ধ্র প্রদেশে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- MS Media Studio: গাড়ী থেকে নেমে দৌড়ে প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী : Sheikh Hasina In sweden
- MS Media Studio: Prime Minister Sheikh Hasina walking in Stockholm road for bengali
- কালের কন্ঠ: সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ প্রতিদিন: প্রধানমন্ত্রী সুইডেন যাচ্ছেন আজ
- ঢাকা টাইমস: কর্মীদের কাছে দৌঁড়ে গেলেন শেখ হাসিনা (ভিডিও)
- জাগোনিউজ২৪.কম: প্রবাসীদের দেখে দৌড়ে গেলেন প্রধানমন্ত্রী
- Rumpor Scanner’s Own Analysis