সম্প্রতি ‘ইন্না-লিল্লাহ চট্টগ্রাম অক্সিজেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রিকশা চালকের মৃত্যু’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিকশার ওপর পড়ে চালকের মৃত্যুর ঘটনার নয়, বরং এটি ২০২৩ সালে ঘটনা।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘Jamuna TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৪ মে ‘চলন্ত রিকশার উপর ছিঁড়ে পড়লো বৈদ্যুতিক তার! দগ্ধ চালক | Electrified | Injured | Jamuna TV’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে, একই ঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ২০২৩ সালের ১৪ মে ‘বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল রিকশায়, দগ্ধ চালকের মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঘূর্ণিঝড় মোখার বিপৎসংকেত উপেক্ষা করে রিকশা নিয়ে বের হয়েছিলেন জাহেদ আলী। হঠাৎ তাঁর গায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এ সময় আগুন লেগে তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়। সে বছরের ১৪ মে (রোববার) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহেদ।
সেসময়ে দেশের একাধিক গণমাধ্যম এ বিষয়ে সংবাদ (১,২,৩) প্রচার করে।
সুতরাং, ২০২৩ সালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিকশার ওপর পড়ে চালকের মৃত্যুর ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল রিকশায়, দগ্ধ চালকের মৃত্যু
- Bdnews24 – চট্টগ্রামে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে রিকশাচালকের মৃত্যু
- Channel24bd – বৈদ্যুতিক তার ছিঁড়ে দগ্ধ রিকশাচালকের মৃত্যু
- Dhaka Tribune – Rickshaw puller dies from electrocution after electric wire falls on