শুক্রবার, মে 23, 2025

সাম্প্রতিক ভারত-পাকিস্তান ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী হামলা হয়। একদল সশস্ত্র ব্যক্তি সেখানে ভ্রমণে আসা পর্যটকদের ওপর গুলি চালায়। এতে ২৬ জন নিহত হন, আহত হন আরও কয়েক ডজন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এ হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে দাবি করে। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে “একজন হাফেজ সাহেবের বক্তব্যে মোদিসহ পুরো ভারত দিশেহারা,মাদ্রাসায় পড়ে সেনাবাহিনীর প্রধান হওয়া যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভারতের সাথে যু*দ্ধের আগে এই বক্তব্যটা ভারতের সেনাবাহিনীর মনোবল হারাবে ইনশাআল্লাহ পাকিস্তান সেনাপ্রধান হাফেজ আসেম মুনির দীপ্ত কন্ঠে বলেন। নিশ্চয়ই মুসলিমরাই বিজয় হবে ইনশাআল্লাহ আমাদের দেশেও একজন হাফেজ সেনাপ্রধান, রাষ্ট্র প্রধান, রাষ্ট্রপতি দরকার, মিশরের হাফেজ মুরসির মতো,তুরস্কের হাফেজ এরদোয়ানের মতো, আর পাকিস্তানের হাফেজ আসিফ মনিরের মতো।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক পাকিস্তান-ভারত অস্থিরতায় নয়, পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের দেওয়া বক্তব্যের এই ভিডিওটি ২০২৪ সালে পাকিস্তানের স্বাধীনতা দিবসের সময়ের। 

এ বিষয়ে অনুসন্ধানের পাকিস্তানি গণমাধ্যম ‘Dawn News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৪ আগস্ট ‘COAS Gen Asim Munir’s Powerful Address at Azadi Parade 2024 | 14th August Celebration” | Dawn News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ১০ সেকেন্ড অংশ থেকে ২ মিনিট ৫২ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে, একই ঘটনায় Dawn এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৪ আগস্ট ‘Army chief General Asim Munir sees foreign hand in ‘digital terrorism’ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “সে বছর ১৪ আগস্ট সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ‘ডিজিটাল সন্ত্রাসবাদের’ ঢেউয়ের জন্য বিদেশী শক্তিকে দায়ী করেছেন, যার লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পাকিস্তানের জনগণের মধ্যে একটি ব্যবধান তৈরি করা। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কুচকাওয়াজে এক বিস্তৃত বক্তৃতায় তিনি আফগানিস্তানের সাথে পশ্চিম সীমান্তের পরিস্থিতি, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দ্বারা সৃষ্ট হুমকি এবং বেলুচিস্তানের পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন।” (অনূদিত) 

এছাড়াও সেসময় পাকিস্তানের গণমাধ্যমগুলি এ বিষয়ে সংবাদ (, , ) প্রচার করে। 

অর্থাৎ, পাকিস্তানের সেনাপ্রধানের ভাষণের আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ২০২৪ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সেনাপ্রধানের ভাষণের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img