কাতারের স্টেডিয়ামে নামাজের দৃশ্য দাবিতে রাশিয়ার কাজান স্টেডিয়ামের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “ইসলামের বিজয় শুরু, কাতার স্টেডিয়ামে চলছে জামাতে নামাজের দৃশ্য” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

সামাজিক মাধ্যম ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘কাতার স্টেডিয়ামের নামাজের দৃশ্য’ দাবিতে প্রচারিত ভিডিওটি ফিফা বিশ্বকাপ-২০২২ এর আসরে কাতারের স্টেডিয়ামে নামাজের দৃশ্য নয় বরং এটি রাশিয়ার কাজানের স্টেডিয়াম ‘Kazan Arena’ তে নামাজের সময়ে ধারণকৃত পুরোনো একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘The message of Islam’ নামক একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১০ জুন তারিখে “Praying In Stadium | Namaz in Kazan Stadium Russia” শীর্ষক শিরোনামে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়া, আলোচিত ভিডিওটিতে রাশিয়ার ‘Kazan’ স্টেডিয়ামে নামাজের দৃশ্য শীর্ষক শিরোনামে ইউটিউবে অনুরূপ বেশ কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

তাছাড়া, ফেসবুকে ‘NEPAL Muslim Community’ নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ০৪ জুনে “The Salah of Eid ul fitr praying Kazan Arena stadium in Kazan, Russia” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির শিরোনামে ‘এটি রাশিয়ার কাজান স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ আদায়কালীন সময়ের দৃশ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, ‘NEPAL Muslim Community’ ফেসবুক পোস্টের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তুর্কি সংবাদমাধ্যম ‘dusuncemektebi’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৬ মে “Tataristan Kazan’da, 15 bin kişilik İftar” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার অর্থ করলে দাঁড়ায়, কাতারের কাজান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার মানুষ ইফতারে অংশগ্রহণ করেছিলেন।

উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে একই দিনের অর্থাৎ ‘kazan’ স্টেডিয়ামে নামাজ আদায়ের সময়ে ধারণকৃত বেশ কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়। 

আলোচিত স্টেডিয়ামটি রাশিয়ার কাজান স্টেডিয়াম কিনা তার সত্যতা যাচাইয়ে ‘গুগল ম্যাপ’ এ লোকেশন সার্চ করে কাজান স্টেডিয়ামের অবস্থান নিশ্চিত করে রিউমর স্ক্যানার টিম। 

সেক্ষেত্রে নিশ্চিত হয়ে বলা যায়, আলোচিত ভিডিওতে কাতারের কোনো স্টেডিয়াম নয় বরং এটি রাশিয়ার কাজান স্টেডিয়াম।

মূলত, ২০১৯ সালের মে মাসে রাশিয়ার কাজান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার মানুষ সমাবেত হয়ে একসঙ্গে নামাজ আদায় করেছিলো। সেসময়ে অর্থাৎ ২০১৯ সালে রাশিয়ার কাজান স্টেডিয়ামে নামাজের সময়ে ধারণ করা একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ফুটবল ২০২২ এ ‘কাতার স্টেডিয়ামে চলছে জামাতে নামাজের দৃশ্য’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০২২ কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। ইতিমধ্যে, বেশ কয়েকটি ভূয়া তথ্য নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, তিন বছরের বেশি সময় পূর্বে রাশিয়ার কাজান স্টেডিয়ামে নামাজ আদায়কালীন সময়ে ধারণ করা একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ফুটবল ২০২২ এ ‘কাতার স্টেডিয়ামে চলছে জামাতে নামাজের দৃশ্য’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img