জয় বাংলা স্লোগান দিয়ে জাবিতে ছাত্রলীগ প্রবেশ করেছে দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত

সম্প্রতি “জয় বাংলা স্লোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রবেশ করল ছাত্রলীগ। হা*মলা- মামলা দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের “দাবায় রাখতে পারবে না”।” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। 

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত ইউটিউব পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত এক্সে (সাবেক টুইটার) পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয় বরং, ১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) গঠনতন্ত্র সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে ‘Dewan Alauddin Hosen’ ফেসবুক এ্যাকাউন্টে  গত ১লা ফেব্রুয়ারি ‘জাকসু সংস্কারের দাবীতে আজকে #জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়_ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচী’ শীর্ষক ক্যাপশনে 

প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

তবে ভিডিওটির অডিওতে মিছিলকারীদের শেখ হাসিনার পক্ষে নয় বরং বিপক্ষে নানা স্লোগান দিতে শোনা যায়। শ্লোগানগুলো হলো – ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, খুনী হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গুন্ডালীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের গুন্ডারা সাবধান হুঁশিয়ার, কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করিনা বুলেট বোমা..’। 

অর্থাৎ, উক্ত ভিডিওটির স্লোগান এডিট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

পরবর্তীতে, মোঃ আফফান আলী নামক একটি ফেসবুক এ্যাকাউন্টে ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল’ ক্যাপশনে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

উপরোক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইটে গত ১লা ফেব্রুয়ারি ‘জাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের বিক্ষোভ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) গঠনতন্ত্র সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাবি ছাত্রদল। ১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ৩ টার দিকে পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সাথে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়।

সুতরাং, জয় বাংলা স্লোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রবেশ করেছে দাবিতে প্রচারিত  ভিডিওর অডিওটি এডিটেড বা সম্পাদিত।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img