বৃহস্পতিবার, মে 22, 2025

মার্চে ভারতে প্যারাগ্লাইডারের দুর্ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বিমান ধ্বংসের দৃশ্য দাবিতে প্রচার

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষিতে, ‘ইন্ডিয়ার কোন যুদ্ধ বিমান ধ্বংস হয় নাই শুধু যুদ্ধ বিমানের পাইলট গুলা আকাশ থেইকা প্লেন ছাইড়া তারে ঝুইলা থাকে – এই নিয়া ০৩ টা দেখলাম। শ্রীনগরের ঘটনা কিছুক্ষন আগের’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভারতের যুদ্ধবিমান ধ্বংসের পর পাইলটের ঝুলে থাকার কিংবা সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের কোনো দৃশ্যের নয় বরং, এটি মার্চ মাসে ভারতে বৈরী আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্যারাগ্লাইডারের দুর্ঘটনার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানের ভারতীয় গণমাধ্যম ‘Samachar First’ এর ফেসবুক পেজে ১৬ মার্চ ‘कुल्लू: तूफ़ान में उड़ान, डोभी पैराग्लाइडिंग साइट में बिजली की तारों में लटक गया पैराग्लाइडर, सुरक्षित रेस्क्यू किया गया।’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওর হিন্দি ভাষার ক্যাপশনটি অনুবাদ করে  জানা যায়, ভারতের হিমাচল প্রদেশের কুল্লু শহরে ঝড়ের মধ্যে উড়ে দোভি প্যারাগ্লাইডিং সাইটে বৈদ্যুতিক তারে আটকে যায় একজন প্যারাগ্লাইডার। পরবর্তীতে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম ‘अमर उजाला’ এর ওয়েবসাইটে ১৬ মার্চ ‘কুল্লু নিউজ: প্রবল বাতাসের কারণে চারজন প্যারাগ্লাইডার পথ হারিয়েছে, একটি বৈদ্যুতিক তারে আটকে গেছে’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দোবি প্যারাগ্লাইডিং সাইটে হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে বাতাসের তীব্র স্রোতে চারজন প্যারাগ্লাইডার পথ হারিয়ে ফেলে। এর মধ্যে তিনজন প্যারাগ্লাইডার বাতাহার রংদীতে এবং একজন তারাশি গ্রামে অবতরণ করে। ভাগ্য ভালো যে এই সময়ের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটেনি, অন্যথায় তাদের জীবন বিপদে পড়তে পারত। অন্যদিকে, তারাশি গ্রামে পৌঁছানো প্যারাগ্লাইডার বৈদ্যুতিক তারে আটকে যায়। অনেক চেষ্টার পর গ্রামের যুবকরা প্যারাগ্লাইডারকে নিরাপদে উদ্ধার করে।

সুতরাং, ভারতে খারাপ আবহাওয়ায় প্যারাগ্লাইডার দুর্ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান ধ্বংসের পর পাইলটের তারের সাথে ঝুলে থাকার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img