কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গতকাল (০৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা এবং আজ (০৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরই প্রেক্ষিতে আন্দোলনকারীদের প্রতিরোধ করতে বাংলাদেশ ছাত্রলীগ গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত রাতে (০৩ আগস্ট) ছাত্রলীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান ও স্লোগান দেয়ার ভিডিও নয় বরং এটি ছাত্রলীগেরই গত ১৫ জুলাই এর ভিডিও।
অনুসন্ধানে গত ১৫ জুলাই Sakib Hasan Swim নামের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটি মিলে যায়।
এছাড়াও, গত ১৫ জুলাই জাতীয় দৈনিক কালবেলা’র প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে অপমানসূচক দাবি করে আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ করে। এর বিপরীতে গত ১৫ জুলাই রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগে একত্রিত হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এছাড়াও, গতকাল (০৩ আগস্ট) শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের স্লোগান ও অবস্থান কর্মসূচি দাবিতে প্রচারিত ভিডিওটি ছড়িয়ে পড়লে দৈনিক আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল হক রিফাত গতকাল এমন কিছু ঘটেনি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
এছাড়া, প্রাসঙ্গিক অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে গতকাল শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান ও বিক্ষোভ কর্মসূচির দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
মূলত, কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবি প্রতিরোধ করতে বাংলাদেশ ছাত্রলীগ গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৫ জুলাই শাহবাগ এলাকা থেকে ধারণকৃত। ঐদিন কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের বিপরীতে ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি করেন।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিরোধ করতে বাংলাদেশ ছাত্রলীগ গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে দাবিতে গত ১৫ জুলাই এর একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sakib Hasan Swim: Facebook Post
- Kalbela: শাহবাগে ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ
- Rumor Scanner’s own analysis