গত ২৫ সেপ্টেম্বর রাতে এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে পাকিস্তান ১৩৫ রানের টার্গেট দেয় বাংলাদেশে। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ০৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান। উক্ত ম্যাচে অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক।
এরই প্রেক্ষিতে, জাকের আলী অনিকের বাড়িতে আগুন দিয়েছেন ক্রিকেট ভক্তরা- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ক্রিকেটার জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার নয়, এমনকি জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, গত বছরের ০৫ আগস্ট সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেয় জনতা। সেই দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গত বছরের ০৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রথম আলোর ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা-ভাঙচুরের দৃশ্য এটি।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলো এবং যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজয়োল্লাসে নামে সাধারণ মানুষ। এরপর ওইদিন বিকেলে নড়াইল শহরের চৌরাস্তায় বিজয়োৎসবের পর তারা মহিষখোলায় অবস্থিত জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। কিছু সময় পর বাড়িতে আগুন দেওয়া হয়।
অর্থাৎ, উক্ত ভিডিওটি জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার নয়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের আগস্টে একই ভিডিও বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন কুমার দাসের আগুন দেওয়ার দাবিতে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার পুরোনো ভিডিওকে ক্রিকেটার জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo- YouTube Video
- Prothom Alo- নড়াইলে হুইপ মাশরাফিসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ
- Jugantor- সাকিবের পার্টি অফিস, মাশরাফির বাড়িতে আগুন