সম্প্রতি, ‘কাল থেকে সারাদেশে সাত দিনের লকডাউন’ শীর্ষক ক্যাপশনে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, কাল ভোর ৬ টা থেকে সারাদেশে শুরু হচ্ছে সাত দিনের কঠোর লকডাউন। এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে সরকার বলছে, লকডাউন বাস্তবায়নে সিভিল প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। নির্দেশনা অমান্যকারীদের জন্য থাকছে শাস্তির ব্যবস্থা। শিল্প কারখানা খোলা রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকর করবে সরকার। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত…

টিকটকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সারাদেশে লকডাউন ঘোষণা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত সংবাদ ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২১ সালে করোনা প্রতিরোধে সরকারে ঘোষিত লকডাউন নিয়ে প্রচারিত সংবাদ ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রচারিত ভিডিওটিতে থাকা আরটিভি’র লোগো’র সূত্র ধরে অনুসন্ধান শুরু করে রিউমর স্ক্যানার টিম।
অনুসন্ধানে আরটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩০ জুন “কাল ভোর ৬টা থেকে সারাদেশে শুরু হচ্ছে সাত দিনের কঠোর লকডাউন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।

৩ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে সম্প্রতি লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সামাজিক মাধ্যমে উক্ত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ৩০ অক্টোবর সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা, মহাসচিবকে গ্রেপ্তার ও নেতাদের বাসায় তল্লাশির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এর আগে গত ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের আয়োজন করে। পরবর্তীতে মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার অভিযোগ এবং তা নিয়ে সংঘর্ষের জের ধরে সেই সমাবেশ স্থগিত করে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
মূলত, ২০২১ সালের জুন মাসে করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছিল সরকার। সেই প্রেক্ষিতে দেশের বেসরকারি টেলিভিশন আরটিভি সংবাদ প্রকাশ করে। সম্প্রতি, বিএনপির ঢাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে ২০২১ সালের সেই ভিডিও প্রতিবেদনকে সাম্প্রতিক সময়ে সারাদেশে লকডউন ঘোষণা করা হয়েছে দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং টিকটকে প্রচার করা হচ্ছে। এই পুরোনো ভিডিও শনাক্ত ছাড়াও সাম্প্রতিক সময়ে সরকার কর্তৃক সরকার কর্তৃক সারাদেশে লকডাউন ঘোষণা সংক্রান্ত সংবাদের সত্যতা পায়নি রিউমর স্ক্যানার টিম।
উল্লেখ্য, পূর্বেও পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। এমনকিছু প্রতিবেদন পড়ুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ‘কাল থেকে সারাদেশে সাত দিনের লকডাউন’ শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rtv YouTube Video
- Janakantha- ঢাকা ছাড়ছে মানুষ ॥ ১ জুলাই থেকে কঠোর লকডাউন