যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত ৮ জানুয়ারি ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। এরই প্রেক্ষিতে, সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন ও পোস্ট দেখুন সময় টিভি, ফেস দ্যা পিপল (ফেসবুক)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ছবি নয় বরং, ছবিটি ২০১৭ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালিস্টোগা শহরের টাবসের কাছের নাপা কাউন্টিতে হওয়া দাবানল পরবর্তী সময়ের দৃশ্য।
অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের ২০১৭ সালের ১০ নভেম্বর “Catastrophic wildfires rage in California” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের অক্টোবরের ক্যালিফোর্নিয়ার দাবানলে নিশ্চিত মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। প্রায় ১৭০,০০০ একর (৬৯০ বর্গকিলোমিটার) আগুনে পুড়ে গেছে, সেই সাথে ৩,৫০০ টিরও বেশি বাড়িঘরও পুড়ে গেছে। ছবিটি ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি রয়টার্সের জন্য তুলেছিলেন স্টিফেন লাম নামের একজন ফটোগ্রাফার।
পরবর্তীতে অনুসন্ধানে রয়টার্সের ওয়েবসাইটেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

রয়টার্সের ওয়েবসাইটে ছবিটি ২০১৭ সালের ১৩ অক্টোবর তোলা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
অর্থাৎ, প্রচারিত ছবিটি অন্তত সাত বছরের পুরোনো।
সুতরাং, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার দাবানলের পরে তোলা ছবিকে সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসে দাবানলের পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।