সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় সেনাবাহিনী মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উত্তেজিত জনতা তাদের ওপর ইট- পাটকেল ছুঁড়ে মারে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে একশনে যায় সেনা টহল দল। এরই প্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক প্রহার হওয়ার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার নয় বরং এটি ভারতের মনিপুরের সীমান্তবর্তী এলাকায় দুইজন শ্রমিক দুর্বৃত্ত কর্তৃক আহত হওয়ার ছবি।
রিভার্স ইমেজ সার্চ করে Ukhrul Times নামক ভারতীয় গণমাধ্যমের ওয়েবসাইটে গত ৭ মার্চ “Two Meitei Pangal labourers beaten by armed miscreants in Manipur’s border town Moreh” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্ত শহর মোরে এলাকায় নির্মাণ কাজের বালি ও পাথর নামাতে যাওয়া দুই শ্রমিককে কুকি-জো নামক সশস্ত্র দুর্বৃত্তরা প্রহার করে।
সুতরাং, গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সেনাবাহিনীর সংঘর্ষ পরবর্তী দৃশ্য দাবিতে ভারতের পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।