সম্প্রতি, “ঢাকার কমলাপুরে রেলওয়ে ফুটওভার ব্রিজের সামনে আজ দুপুরে চলন্ত রিকশায় থাকা এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশাচালক তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন। পাশেই ছিল ছিনতাইকারীর আরও দুই সহযোগী। বিপদের আঁচ পেয়ে তাদের একজন রিকশাচাককে ব্লে’ড দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তবে এতেও সাহস হারাননি সেই রিকশাচালক। রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে নিয়ে তাদের একজনকে সজোরে আঘাত করেন। অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছিনতা’ইকারীদের ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয় উপস্থিত লোকজন।
ছবি: এমরান হোসেন
ছিন’তাইকারীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের চেহারা অস্পষ্ট করে দেওয়া হয়েছে।’ শীর্ষক তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।”

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কমলাপুরে ছিনতাইকারীর বিরুদ্ধে রিকশাচালকের রুখে দাঁড়ানোর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২১ সালে ১৩ অক্টোবরের ঘটনা।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৩ অক্টোবর মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের ফেসবুক পেজে হুবহু একই ছবি এবং ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে ‘ছিনতাইকারীর বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালেন রিকশাচালক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায় ছবিটি দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিক এমরান হোসেনের তোলা। সেসময় তিনি জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার (১৩ অক্টোবর, ২০২১) দিকে এক নারী টিটিপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে রিকশায় খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। কমলাপুর রেলওয়ে ফুটওভার ব্রিজের কাছে পৌঁছাতেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। রাস্তা থেকে একজন তার গলার সোনার চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ছিনতাইকারীর হাত ফসকে যায়। রিকশাচালক ঘটনার আকস্মিকতা সামলে উঠে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।
অর্থাৎ, কমলাপুরে ছিনতাইকারীর বিরুদ্ধে রিকশাচালকের রুখে দাঁড়ানোর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২১ সালে ১৩ অক্টোবরে কমলাপুরে ছিনতাইকারীর বিরুদ্ধে রিকশাচালকের রুখে দাঁড়ানোর ঘটনাটিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Daily Star: Facebook Post
- The Daily Star- ছিনতাইকারীর বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালেন রিকশাচালক