সম্প্রতি “বাঁশেরকেল্লা’র প্রধান অ্যাডমিন গ্রেপ্তার (গুজব রটনাকারী) কে এম জিয়াউদ্দিন বাহার” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাঁশেরকেল্লা ফেসবুক পেজের এডমিন গ্রেফতার হয় নি বরং তাকে গ্রেফতারের পুরোনো সংবাদ ও ছবি ব্যবহার করে নতুনভাবে গ্রেফতারের দাবিতে প্রচার করা হচ্ছে।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ ডট কমে ২০১৫ সালের ১৩ মার্চ “বাঁশেরকেল্লার অ্যাডমিন ফাহাদ গ্রেপ্তার: পুলিশ” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে সাম্প্রতিক সময়ে গ্রেফতারের দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, পরবর্তীতে বিডিনিউজ ২৪ ডট কমে ২০১৫ সালের ১৪ মার্চ “প্রধান সম্পাদক আর এডমিন প্যানেলের প্রধান এক নয়” শীর্ষক শিরোনামের আরেকটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনেও বাঁশেরকেল্লা পেজের এডমিনকে সাম্প্রতিক সময়ে গ্রেফতারের দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া বাঁশের কেল্ল পেজের এডমিনকে গ্রেফতারের দাবিতে যে ছবিটি প্রচারিত হচ্ছে সেটি ২০১৫ সালের গ্রেফতারের ছবি।
পর্যবেক্ষণে আরো দেখা যায়, ২০১৫ সালে গ্রেফতারের সময় ব্যবহৃত ছবিতে এডমিন ফাহাদের পাশে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ সদস্য বর্তমানে প্রচারিত ছবিতেও আছেন। এছাড়াও, গ্রেফতারকৃত ফাহাদ দুটি ছবিতে একই পোশাক পড়ে আছে।
যা থেকে বুঝা যায়, সাম্প্রতিক সময়ে গ্রেফতারের দাবিতে প্রচারিত ছবিটি ২০১৫ সালের গ্রেফতারের সময়কার ছবি।
এছাড়াও, উক্ত ব্যক্তিকে সাম্প্রতিক সময়ে গ্রেফতারের কোনো তথ্য মূলধারার গণমাধ্যম এবং নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায় নি।
এছাড়াও, সাম্প্রতিক সময়ে গ্রেফতারের দাবিতে প্রচারিত তথ্যে এডমিনের নাম বলা হচ্ছে কে এম জিয়াউদ্দিন বাহার। কিন্তু ২০১৫ সালে প্রচারিত সংবাদ প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ব্যক্তির নাম কে এম জিয়াউদ্দিন ফাহাদ।
অর্থাৎ, এখানে নামের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় এবং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই গ্রেফতারের দাবিতে পূর্বের ছবি ব্যবহার করা হচ্ছে।
মূলত, বাঁশেরকেল্লা পেজের এডমিন ফাহাদকে ২০১৫ সালের ১৩ মার্চ কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। সেসময় উক্ত ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। সেসময় প্রচারিত সংবাদে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক সময়ে বাঁশের কেল্লা পেজের এডমিন গ্রেফতার দাবিতে পুনরায় প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, বাঁশেরকেল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ। রাজনৈতিক বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে বাঁশেরকেল্লা পেজের এডমিন ফাহাদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সুতরাং, বাঁশেরকেল্লা নামক ফেসবুক পেজের এডমিন গ্রেফতারের পুরোনো তথ্য ও ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে গ্রেফতারের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- বিডিনিউজ ২৪ ডট কম : বাঁশেরকেল্লার অ্যাডমিন ফাহাদ গ্রেপ্তার: পুলিশ
- বিডিনিউজ ২৪ ডট কম : প্রধান সম্পাদক আর এডমিন প্যানেলের প্রধান এক নয়
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান।