ভারত থেকে সমন্বয়ক ও উপদেষ্টাদের ওবায়দুল কাদেরের হুশিয়ারি শীর্ষক ভুয়া দাবি

সম্প্রতি, অনেকদিন লুকিয়ে থাকার পর ভারত থেকে সমন্বয়ক ও উপদেষ্টাদের কঠিন হুশিয়ারি দিলেন ওবায়দুল কাদের শীর্ষক দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এখানে সবচেয়ে বেশি ভাইরাল ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি দেখা হয়েছে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১৯ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ২ হাজারের বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ওবায়দুল কাদের ভারত থেকে সমন্বয়ক ও উপদেষ্টাদের বিষয়ে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ২০১৭ সালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের প্রসঙ্গে করা মন্তব্যের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Channel i News’ ইউটিউব চ্যানেলে ২০১৭ সালেল ১১ নভেম্বর ‘প্রধান বিচারপতির পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছনি: ওবায়দুল কাদের’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওতে ওবায়দুল কাদেরের বক্তব্য,পারিপার্শ্বিক অবস্থা, পোশাকসহ সবকিছুর সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

চ্যানেল আইয়ের উক্ত ভিডিওটি থেকে জানা যায়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির মেয়াদ শেষ হয়েছিল ২০১৭ সালের ১০ নভেম্বর। তারপর আর ছুটি বাড়ানোর কোনো আবেদন করেননি তিনি। শিখ ধর্মাবলম্বীদের গুরু নানকের ৫৪৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে এমন মন্তব্য করেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

অর্থাৎ, এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা কথা শোনা গেলেও বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য প্রদান করলেও ওবায়দুল কাদেরকে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করতে দেখা যায়নি।

সুতরাং, ২০১৭ সালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যকে ভারত থেকে সমন্বয়ক ও উপদেষ্টাদের কঠিন হুশিয়ারি দিলেন ওবায়দুল কাদের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img