গতকাল (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়।
এরই প্রেক্ষিতে “এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের বাড়িতে ডিবি এবং সেনাবাহিনীর অভিযান। তার বাড়িতে অবৈধভাবে রাখা লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে,, গতকাল তাকে লাঠিচার্জ করে আহত করার পরে এখন তার বাড়িতে অভিযান চলছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে গোয়েন্দা পুলিশ কিংবা সেনাবাহিনী কোনো অভিযান করেনি। প্রকৃতপক্ষে, ২০২০ সালে ভিন্ন একটি ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি আলোচিত দাবিত প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Mizanur Rahman’ নামক ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি “র্যাবের অভিযান, এ যেন টাকা-স্বর্ণের খনি” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২২ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Ekattor TV’ এর ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারিতে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৩ এর একটি দল পুরান ঢাকার ১১৯/১ লাল মোহন সাহা স্ট্রিটে মমতাজ ভিলায় অভিযান শুরু করে। সেসময়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে প্রায় ১২ ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর এই অভিযানে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া নামক সহোদরের বাড়ি থেকে নগদ সাড়ে ২৬ কোটি টাকা ছাড়াও ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজপত্র, মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ও প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এছাড়া, আলোচিত বিষয় নিয়ে দেশিয় একাধিক সংবাদমাধ্যমে সেসময়ে প্রকাশিত একাধিক (আরটিভি, বিডিনিউজ২৪, ঢাকা টাইমস) প্রতিবেদন খুঁজে পাওয়া। প্রতিবেদনগুলো বিশ্লেষণে একই তথ্যের সন্ধান পাওয়া যায় এবং অভিযুক্ত এনামুল হক এনুকে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে উল্লেখ পাওয়া যায়।
পাশাপাশি, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে অভিযান পরিচালনা করতে দেখা গেলেও বর্তমানে তিনি সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওটি ভিন্ন ভিন্ন দাবিতে ইন্টারনেটে প্রচারের পর দাবি গুলোকে (১, ২) মিথ্যা হিসেবে শনাক্ত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে ডিবি ও সেনাবাহিনী অভিযানের দাবিটা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal – জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, লাঠিপেটায় আহত নুর
- Mizanur Rahman – র্যাবের অভিযান, এ যেন টাকা-স্বর্ণের খনি
- Ekattor TV – নারিন্দায় টাকার গুদাম
- RTV – এনামুল-রুপনের বাসায় সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণ উদ্ধার
- Bdnews24 – এনু-রুপনের আরেক বাড়িতে পাঁচ সিন্দুকে ২৬ কোটি টাকা
- Dhaka Times – আ.লীগ নেতা এনামুল-রুপনের বাড়িতে পাঁচ সিন্দুকভর্তি টাকা
- DBC News – আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হলেন সিলেটের ডিসি
- Rumor Scanner’s Previous Fact check