সম্প্রতি, ‘ড. ইউনুসকে ৫ বছর ক্ষমতায় থাকতে হলে, গণ ভোট করতে হবে, জনগণ হা ভোট দিলে থাকবে’ শীর্ষক মন্তব্যটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ড. ইউনুসকে ৫ বছর ক্ষমতায় থাকতে হলে, গণ ভোট করতে হবে, জনগণ হা ভোট দিলে থাকবে’ শীর্ষক কোনো মন্তব্য নুরুল হক নুর করেননি এবং কালের কণ্ঠও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ভিন্ন প্রেক্ষিতে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১০ এপ্রিল ২০২৫’ উল্লেখ রয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১২ এপ্রিল “দেশের মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন।” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতিত বাকি সব উপাদানের মিল রয়েছে।

অর্থাৎ, গণমাধ্যমটির এই ফটোকার্ডটিতে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘ড. ইউনুসকে ৫ বছর ক্ষমতায় থাকতে হলে, গণ ভোট করতে হবে, জনগণ হা ভোট দিলে থাকবে’ শীর্ষক শিরোনামে নুরুল হক নুরকে উদ্ধৃত করে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- YouTube
- Kaler Kantho- Facebook Post
- Kaler Kantho- সংস্কার ও নির্বাচন মুখোমুখি করবেন না : নুর