চিফ হিট অফিসার বুশরার স্বামী দাবিতে নির্মাতা নুহাশ হুমায়ূনের ছবি প্রচার

সম্প্রতি, “যেভাবে ডিবি হারুনের সঙ্গে সিন্ডিকেট করেন ‘হিট অফিসারের’ স্বামী” শীর্ষক শিরোনামে বা তথ্যে দৈনিক ইনকিলাব কর্তৃক প্রচারিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে– ফটোকার্ডে চিফ হিট অফিসার বুশরার সাথে থাকা ব্যক্তিটি তার স্বামী। 

দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এছাড়া উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিফ হিট অফিসার বুশরার স্বামী দাবিতে প্রচারিত ছবিটি তার স্বামীর নয় বরং, বুশরার সাথে থাকা ছবিটি নির্মাতা নুহাশ হুমায়ূনের। 

অনুসন্ধানে সংবাদমাধ্যম সময়ের কণ্ঠস্বরের ওয়েবসাইটে ২০২৩ সালের ০৭ মে “অভিনয়ও করেছেন ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে থাকা একই ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে থাকা ব্যক্তি নির্মাতা নুহাশ হুমায়ূন। 

দুজনের একই পোশাকের সমজাতীয় ছবি পাওয়া যায় ছবি সংরক্ষণকারী সাইটে গেটি ইমেজেসে।  

Screenshot By Getty Image

গেটি ইমেজেসের ওয়েবসাইট থেকে জানা যায়, ২০২২ সালের ১১ আগস্ট ১৮ তম বার্ষিক হলিউড ফিল্ম ফেস্টিভ্যালের ছবি এটি৷ 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে নির্মাতা নুহাশ হুমায়ূনের সাথে চিফ হিট অফিসার বুশরা আফরিনের বৈবাহিক সম্পর্ক থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, দৈনিক ইনকিলাব কর্তৃক প্রচারিত ফটোকার্ডে বুশরার স্বামী দাবিতে নির্মাতা নুহাশ হুমায়ূনের ছবি ব্যবহার করলেও দৈনিক কালের কণ্ঠের সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে বুশরার স্বামী আহমেদ জাওয়াদ রহমানের ছবিই ব্যবহার করা হয়েছে। 

সুতরাং, নুহাশ হুমায়ূনকে চিফ হিট অফিসার বুশরার স্বামী দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img