সম্প্রতি, ‘শেখ হাসিনার বাড়ি ও গদিতে আগুন’ এবং বেতন বৃদ্ধির অজুহাতে সাভারে হামিম গ্রুপে আগুন জালিযে দিয়েছে গার্মেন্টস শ্রমিকরা পৃথক দুই দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদিতে আগুন দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
সাভারে হামিম গ্রুপের ভবনে গার্মেন্টস শ্রমিকরা আগুন জ্বালিয়ে দিয়েছে দাবিতে টিকটকে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
যা দাবি করা হচ্ছে
দুটি ভিন্ন দাবিতে একই ভিডিও প্রচার করা হয়েছে।
দাবি-১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন/গদিতে আগুন
দাবি-২
বেতন বৃদ্ধির অজুহাতে সাভারে হামিম গ্রুপে আগুন জ্বালিয়ে দিয়েছে গার্মেন্টস শ্রমিকরা
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে কিংবা সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার নয় বরং এটি গত ০২ অক্টোবর মিশরের ইসমাইলিয়া শহরে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত ভিডিও। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা সাম্প্রতিক সময়ে সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
অনুসন্ধানের শুরুতে রির্ভাস ইমেস সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম The Guardian এর ওয়েবসােইটে গত ০২ অক্টোবর ‘Fire breaks out at police premises in Egypt’s Ismailia – video’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
গার্ডিয়ানে প্রকাশিত ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি গত ০২ অক্টোবর মিশরের সুয়েজ খালের তীরবর্তী শহর ইসমাইলিয়ায় পুলিশ সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত ভিডিও।
পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম REUTERS এর ওয়েবসাইটে একই দিনে ‘Fire engulfs police facility in Egypt’s Ismailia, 25 hurt’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে প্রচারিত ভিডিওটির সাথেও আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এই প্রতিবেদন থেকেও আলোচিত ভিডিওটির বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে কিংবা সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার নয়।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবনে বা সাম্প্রতিক সময়ে সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ০২ অক্টোবর মিশরের ইসমাইলিয়া শহরে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে সেই অগ্নিকাণ্ডের ভিডিও’র একটি দৃশ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে এবং সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা সাম্প্রতিক সময়ে সাভারে হামিম গ্রুপে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচার করা হলে সেসময় বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, মিশরে পুলিশ সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন এবং সাভারে হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Guardian: Fire breaks out at police premises in Egypt’s Ismailia – video
- REUTERS: Fire engulfs police facility in Egypt’s Ismailia, 25 hurt
- Rumor Scanner’s Own Analysis