বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দাবিতে মিশরের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘এই মাত্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ভীষণ অবস্থা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।

সচিবালয়ে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ০২ অক্টোবর মিশরের ইসমাইলিয়া শহরে পুলিশের সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ধারণকৃত পুরোনো ভিডিওতে সচিবালয়ে আগুন লাগার শিরোনাম যুক্ত করে প্রচার করা হচ্ছে। 

রির্ভাস ইমেস সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম The Guardian এর ওয়েবসােইটে Fire breaks out at police premises in Egypt’s Ismailia – video শীর্ষক শিরোনামে গত ০২ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 


ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর ১ সেকেন্ড থেকে ৬ সেকেন্ড পর্যন্ত হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner 

এছাড়াও উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সোমবার অর্থাৎ ০২ অক্টোবর মিশরের সুয়েজ খালের তীরবর্তী শহর ইসমাইলিয়ার পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

পরবর্তীতে উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম Reuters এর ওয়েবসাইটে Fire engulfs police facility in Egypt’s Ismailia, 25 hurt শীর্ষক শিরোনামে একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Reuters

প্রতিবেদনটি থেকে জানা যায়, মিশরের ইসমাইলিয়া শহরের পুলিশ সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

এছাড়াও বাংলাদেশের ইংরেজি দৈনিক The Daily Star এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে মিশরের ইসমাইলিয়ায় পুলিশ ভবনে আগুন, আহত অন্তত ২৫ শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একই তথ্য প্রদান করা হয়েছে।

Screenshot: The Daily Star

তবে দেশীয় কোনো গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশের কোনো সচিবালয়ে অগ্নিকাণ্ডের কোনো ঘটনার তথ্য পায়নি ‍রিউমর স্ক্যানার টিম। 

অর্থাৎ, মিশরের ইসমাইলিয়া শহরের পুলিশ সদর দপ্তরের অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

মূলত, গত ০২ অক্টোবর মিশরের সুয়েজ খাল তীরবর্তী শহর ইসমাইলিয়ার পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাতে কমপক্ষে ২৫ জন আহত হন। সেসময় উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যগুলো সেসময় প্রচারিত ভিডিওগুলো দিয়েই উক্ত ঘটনার সংবাদ কাভার করে। কিন্তু সম্প্রতি উক্ত ঘটনার একটি ভিডিওতে ‘এই মাত্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ভীষণ অবস্থা’ শীর্ষক শিরোনাম যুক্ত করে প্রচার করা হচ্ছে।

সুতরাং, মিশরের পুলিশ সদর দপ্তরে আগুন লাগার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img