নিক্সন চৌধুরী গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকেই আত্মগোপনে চলে গেছেন। এছাড়া, দেশ ত্যাগের চেষ্টা করার সময় একাধিক নেতাকর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। এমন পরিস্থিতিতে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের গ্রেফতার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়া একই ছবিসহ ‘উপজেলা জামায়াতের আমিরের বাড়ী থেকে নিক্সন চৌধুরী গ্রেফতার’ শিরোনামে ফেস দ্যা পিপলের লোগো সম্বলিত একটি ফটোকার্ডও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত ফটোকার্ডসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং, যৌথ বাহিনীর হাতে গ্রেফতার অন্য এক ব্যক্তির ছবিতে ডিজিটাল কারসাজির মাধ্যমে নিক্সনের মুখ সংযোজন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, একই ছবি সংবলিত জামায়েতের আমীরের বাড়ি থেকে নিক্সন চৌধুরী গ্রেফতার হয়েছেন দাবিতে ছড়ানো ফেস দ্যা পিপলের লোগো সংবলিত ফটোকার্ডটিও ভুয়া।

উক্ত দাবির সূত্রপাত অনুসন্ধানে গতকাল ১০ জানুয়ারি ‘𝐕𝐢𝐫𝐚𝐥 𝐕𝐨𝐢𝐜𝐞 𝐁𝐝’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচিত ছবির সূত্রে একই দাবি করা হয়। পাশাপাশি, তিনটি ভিন্ন গণমাধ্যমের অপ্রাসঙ্গিক চারটি ভিডিও প্রতিবেদনের (, , , ) অংশ কেটে সম্পাদনার মাধ্যমে নিক্সন চৌধুরীর গ্রেফতারের দাবি প্রচার করা হয়।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে, গত বছরের (২০২৪) ১২ অক্টোবর জাতীয় দৈনিক কালবেলায় কক্সবাজারের সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটকের ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner.

এ ঘটনায় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও (, ) একই ছবি যুক্ত করা হয়।

প্রতিবেদনগুলোর সঙ্গে সংযুক্ত ছবির বিশ্লেষণে দেখা যায়, আটককৃত ব্যক্তির মুখচ্ছবি ছাড়া অন্যান্য বিষয়বস্তু হুবহু মিল রয়েছে। মিল থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে পুলিশ ও সেনা সদস্যদের চেহারা ও অবস্থান, আটক ব্যক্তির পোশাক।

অর্থাৎ, কক্সবাজারের সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহর ছবিটি সম্পাদনা করে তার মুখের স্থলে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের মুখ সংযোজন করা হয়েছে।

জামায়াতের আমিরের বাড়ি থেকে নিক্সন চৌধুরীর গ্রেফতারের দাবিতে ফেস দ্যা পিপলের নামে প্রচারিত ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে ফেস দ্যা পিপলের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, “আমরা এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করিনি। এটি আমাদের তৈরি করা ফটোকার্ড নয়।”

এছাড়া নিক্সন চৌধুরী গ্রেফতারের বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রিউমর স্ক্যানারকে জানিয়েছে, নিক্সনকে গ্রেফতারের দাবিটি গুজব।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা নিক্সন চৌধুরীর বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের গ্রেফতারের দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

হালনাগাদ

১২ জানুয়ারি, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত টিকটক ও এক্স পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টগুলো প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img