সম্প্রতি, “সবচেয়ে জনপ্রিয় গাড়িটি কিনতে হ্যাজার্ডের লেগেছে ৩০ সেকেন্ডের ইনকাম” শীর্ষক শিরোনামে দেশীয় মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনের দৃশ্যে একটি গাড়ির সাথে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের একটি ছবি ব্যবহার করা হয়েছে।
‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে। প্রতিবেদনটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনের দৃশ্যে ব্যবহৃত নেইমারের সাথে গাড়ির উক্ত ছবিটি সত্য নয় বরং ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে এডিটেড ছবিটির মূল ভার্সন খুঁজে পেয়েছি আমরা যা মূলত Laraki Epitome নামক একটি কনসেপ্ট কার এর এবং একাধিক ওয়েবসাইটে ২০১৩ সালে ছবিটি প্রকাশের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।
গাড়ির সঙ্গে নেইমারের যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি ২০১৮ সালে প্যারিসে Louis Vuitton এর একটি ফ্যাশন শো তে তোলা।
পরবর্তীতে ২০১৯ সালে Hoxon নামক একটি ইউটিউব চ্যানেলে Neymar Car Collection শিরোনামের একটি ভিডিওতে ঐ গাড়ির ছবির সাথে নেইমারের ছবি এডিট করে থাম্বনেইল ব্যবহার করা হয়। তবে ভিডিওতে গাড়িটি নেইমারের এমন কোন দাবী করা হয়নি।
মূলত, ২০১৩ সালে Mad4Wheels ওয়েবসাইটে প্রকাশিত Laraki Epitome নামক একটি কনসেপ্ট কার এর সাথে ২০১৮ সালে প্যারিসে Louis Vuitton এর একটি ফ্যাশন-শো’তে তোলা নেইমারের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, দেশীয় মূলধারার গণমাধ্যম ”ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনের একটি দৃশ্যে একটি গাড়ির ছবির সাথে নেইমারের ফ্যাশন শো এর ফটোশুটের সংযুক্ত করা ছবি ব্যবহার করা হয়েছে; অর্থাৎ এটি একটি বিকৃত/এডিটেড ছবি।
একই ছবিটি বিগত সময়েও ভিন্ন দাবিতে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।