বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ফারদিনের বান্ধবী বুশরার ছবি দাবিতে সংবাদমাধ্যমে ভুল ছবি প্রচার

যা দাবি করা হচ্ছে

আজ ০৫ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে “বুশরার জামিন শুনানি আজ” শীর্ষক শিরোনামে প্রচারিত সংবাদে একটি ছবি সংযুক্ত করা হয়। উক্ত ছবিতে দেখা যাচ্ছে ফারদিনের ছবির সামনে একই ভঙ্গিতে বসে আছে একটি মেয়ে। ছবির ক্যাপশনে উক্ত মেয়েটিকে বুশরা দাবি করা হয়।

দ্য ডেইলি ক্যাম্পাসের প্রচারিত ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফারদিনের বান্ধবী বুশরার জামিন সংক্রান্ত সংবাদে সংযুক্ত ছবিটি বুশরার নয় বরং ছবিটি ফারদিনের আরেক বান্ধবী আরিশা আশরাফের।

মূলত, গত ৪ নভেম্বর বুয়েট ছাত্র ফারদিন নূর নিখোঁজ হন। নিখোঁজের ৩ দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় মামলা দায়ের করা হলে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়। আজ ০৫ জানুয়ারী বুশরার জামিন শুনানি সংক্রান্ত খবরে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ বুশরার ছবি দাবিতে একটি ছবি প্রচার করে। পূর্বেও একাধিক গণমাধ্যম উক্ত ছবিটিকে বুশরার ছবি দাবিতে প্রচার করেছিল। সে সময় আরিশা আশরাফ নামের ফারদিনের আরেক বান্ধবী তার ফেসবুক আইডি থেকে দেয়া এক বার্তায় নিশ্চিত করে যে ছবিটি বুশরার নয়, এটি তার নিজের(আরিশা আশরাফ) ছবি।

উল্লেখ্য, পূর্বেও একই ছবিটিকে বুশরার ছবি দাবিতে প্রচার করা হলে সেসময় উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img