বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের গুজব 

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন এবং নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা- শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ এবং বিসিবির নতুন সভাপতি হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার  নির্বাচিত হওয়ার দাবিগুলো সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই চটকদার থাম্বনেইল এবং শিরোনামে তথ্যটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওগুলোতে উক্ত দাবির প্রেক্ষিতে কোনো সূত্র উল্লেখ না করে ভিডিওর উপস্থাপক মনগড়া কিছু কথা বলেছেন।

পরবর্তীতে উক্ত দাবির প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এরপর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে নাজমুল হাসান পাপনই রয়েছেন বলে জানা যায়।

Screenshot: Bangladesh Cricket Board Website 

আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে ১ জুলাই। তবে গতকাল ০৩ জুলাই বিসিবি সভাপতি হিসেবে তিনি বিসিবি সভাপতি হিসেবে বোর্ড সভায় অংশগ্রহণ এবং বোর্ড সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছে। তাই তার পদত্যাগ করার দাবিটি অমূলক।

এছাড়া একজন ব্যক্তি বোর্ড সভাপতি থাকাকালীন আরেকজন ব্যক্তির বোর্ড সভাপতি হওয়ার সুযোগ নেই। তাই মাশরাফীর বোর্ড সভাপতি হওয়ার দাবিটিও সঠিক নয়।

মূলত, সম্প্রতি ইউটিউবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন এবং নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা- শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা নাই, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এখনো নাজমুল হাসান পাপনই রয়েছেন। 

সুতরাং, নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন এবং বিসিবির নতুন সভাপতি হয়েছেন মাশরাফি বিন মর্তুজা- শীর্ষক দাবিগুলো মিথ্যা। 

তথ্যসূত্র

  • BCB- Website 
  • Rumor Scanner’s Own Analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img