এটি ক্রিকেটার নাসির হোসেনের সন্তানের ছবি নয়

সম্প্রতি, “পুত্র সন্তানের পিতা হলেন ক্রিকেটার নাসির” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার নাসির হোসেন এর পুত্র সন্তান হওয়ার দাবিটি সত্য নয় এবং আলোচিত শিশুর ছবিটি নাসিরের পরিবারের এক নবজাতক শিশুর পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ক্রিকেটার নাসির হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৫ সালের ৩১ আগষ্টে “A new member in our family and I became kakaaaa!” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, ‘Tamima Tammi’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ মার্চ দুপুর ২ টা ১৪ মিনিটে ”সবাই দোয়া করবেন 🥰🥰🥰” শীর্ষক শিরোনামে সর্বপ্রথম ক্রিকেটার নাসিরের একটি ছবি ও আলোচিত শিশুর ছবিটি পোস্ট করা হলে সেটিকে ক্রিকেটার নাসিরের সন্তানের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

তবে, ‘Tamima Tammi’ নামের উক্ত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার নামে তৈরি করা একটি ভুয়া ফেসবুক পেজ। উক্ত পেজের ট্রান্সপ্যারেন্সি সেকশন থেকে জানা যায়, পেজটি ২০১৮ সালের ১০ নভেম্বরে ‘Jamdani Ocean জামদানী ওসেন’ নামে সর্বপ্রথম চালু করা হয়। পরবর্তীতে, আরো দুইবার নাম পরিবর্তন করার পর সর্বশেষ ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারিতে পেজটির নাম ‘Tamima Tammi’ অর্থাৎ নাসিরের স্ত্রীর নামে করা হয়।

নাসির

মূলত, ২০১৫ সালে নাসির হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তার পরিবারের এক নবজাতকের একটি ছবি, নাসিরের স্ত্রী তামিমা সুলতানার নামে তৈরি ভুয়া ফেসবুক পেজে প্রকাশের পর সেই নবজাতককে ক্রিকেটার নাসিরের পুত্র সন্তান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে।

Also Read: বিয়েতে জুতা চুরি হওয়ায় ম্যাক্সওয়েল কর্তৃক মামলার ঘটনাটি মিথ্যা

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্ত্রীর বেশকিছু ছবি পোস্ট করে।

তবে, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত নাসির হোসেন এর সন্তান জন্মগ্রহণ সংক্রান্ত কোন নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায় নি, নাসিরের অফিশিয়াল ফেসবুক পেজ এবং মূলধারার গণমাধ্যমে নাসির-তামিমা দম্পতির সন্তান জন্মগ্রহণ নিয়ে কোন সংবাদ প্রকাশিত হয়নি।

সুতরাং, ক্রিকেটার নাসির হোসেন এর স্ত্রী তামিমা সুলতানার নামে তৈরি করা ভুয়া ফেসবুক পেজ থেকে নাসিরের ছবির সাথে তার পরিবারের এক নবজাতকের পুরোনো ছবি সংযুক্ত করে পোস্ট করার পর ঐ ছবির শিশুকে নাসিরের সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পুত্র সন্তানের পিতা হলেন ক্রিকেটার নাসির
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img