যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না শীর্ষক স্লোগানটি বিকৃত করা

সম্প্রতি “যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না। – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।” শীর্ষক তথ্য সম্বলিত একটি দেয়াল লিখনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দেয়াল লিখনের ছবিটি এডিটেড অর্থাৎ দেয়ালের মূল ছবিটি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘স্টার ক্লাব বেলাগাঁও জুড়ী’ নামের একটি ফেসবুক একাউন্টে ২০২১ সালের ২১ জানুয়ারিতে “যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না।” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত দেয়াল লিখনের মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ‘H.M. Imam Hossain Kutubi’ নামে আরেকটি ফেসবুক একাউন্টেও ২০২১ সালের ২৪ জানুয়ারিতে প্রকাশিত একটি ফেসবুক স্ট্যাটাসে একই ছবিটির অস্তিত্ব পাওয়া যায়।

মাদক

এছাড়া, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে মাদকবিরোধী শ্লোগানের একটি তালিকা খুঁজে পাওয়া যায়। তালিকাটির ৩২ নাম্বারে “যে মাদক অফার করে সে কখনও বন্ধু হতে পারে না” শীর্ষক স্লোগানটি লক্ষ্য করা যায়।

তাছাড়াও, ভিন্ন দুইটি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী প্রচারণায় একই সতর্কতামূলক স্লোগান সম্বলিত ব্যানার খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এটি স্পষ্ট যে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের মাদাকবিরোধী বিভিন্ন প্রচারণায় “যে মাদক অফার করে সে কখনও বন্ধু হতে পারে না” শীর্ষক স্লোগানটি ব্যবহার করে।

মূলত, কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না” শীর্ষক একটি সতর্কতামূলক দেয়াল লিখনকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সূক্ষ্মভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আকুব্বার আলী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “গত কয়েক বছরে এমন ধরণের কোনো দেওয়াল লিখন করাই হয়নি। কিছু বছর পূর্বে দেওয়ালে ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না’ লিখা ছিলো কিন্তু কে বা কারা ঐ দেওয়াল লিখনের একটি ছবি বিকৃত করে ২০২১ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।”  

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও একইভাবে ছবি এডিট/বিকৃত করে ছড়ানো একাধিক গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সতর্কতামূলক একটি দেয়াল লিখনকে ডিজিটাল প্রযুক্তির সহয়তায় এডিট করে “যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না। – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img