বলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্যের বিষয়ে প্রচারিত তথ্যগুলো মিথ্যা 

বহু বছর ধরে, ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমার একটি চুম্বনের দৃশ্যের বিষয়ে কিছু তথ্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে। 

যে দাবিগুলো প্রচার হয়ে আসছে

ভারতীয় নায়িকা দেবিকা রাণী এবং নায়ক হিমাংশু রায় অভিনীত বলিউডের ‘Karma’ (কর্ম) নামক একটি সিনেমার শেষাংশে হিমাংশু ও দেবিকার একটি চুম্বনের দৃশ্যকে ঘিরে সুনির্দিষ্ট তিনটি দাবি প্রচার হয়ে আসতে দেখেছে রিউমর স্ক্যানার টিম।

দাবি – ১
বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য এটি।

একই দাবিতে ২০২২ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন জুমবাংলা।
একই দাবিতে ২০২১ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন রাইজিং বিডি, বাংলাদেশ প্রতিদিন

Screenshot source: risingbd

একই দাবিতে ২০১৬ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন বিডিনিউজ২৪
একই দাবিতে উইকিমিডিয়া কমন্সের পেজ দেখুন এখানে (আর্কাইভ)।

দাবি – ২ 
চার মিনিট স্থায়ী ছিল এই চুম্বন।

এই দাবিতে ২০২২ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ঢাকা মেইল, জুমবাংলা, স্টেটওয়াচ,

একই দাবিতে ২০২১ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ডয়চে ভেলে বাংলা, রাইজিং বিডি, নিউজজি২৪ (আট মিনিট দাবি)।

একই দাবিতে ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন নিউজ২৪, ডেইলি বাংলাদেশ
একই দাবিতে ২০১৬ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন বিডিনিউজ২৪

Screenshot source: bdnews24

একই দাবিতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে। 

দাবি – ৩ 
এটি বলিউডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্য। 

একই দাবিতে ২০২১ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন রাইজিং বিডি, নিউজজি২৪, বাংলাদেশ প্রতিদিন
একই দাবিতে ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন নিউজ২৪

Screenshot source: news24

দাবিগুলোর বিষয়ে বিগত বছরগুলোর কিছু ফেসবুক পোস্ট দেখুন 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কর্ম সিনেমার আলোচিত চুম্বনের দৃশ্যটি প্রসঙ্গে বলিউডের প্রথম, চার মিনিট স্থায়ী এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্য শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং ধারাবাহিকভাবে দুই মিনিটের কম সময়ের উক্ত চুম্বনের দৃশ্যের পূর্বে বলিউডের অন্য সিনেমায়ও চুম্বনের দৃশ্য ছিল। তাছাড়া, এটি বলিউডের দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্যও নয়। 

১৯৩৩ সালে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জেএল ফ্রিয়ার হান্টের পরিচালনায় ৬৩ মিনিট দৈর্ঘ্যের ‘Karma’ (কর্ম) সিনেমাটি মুক্তি পায়। দেওয়ান সারারের গল্প এবং রূপার্ট ডউনিংয়ের সংলাপে আলোচিত এই সিনেমায় অভিনয় করেন দেবিকা রাণী, হিমাংশু রায়, আব্রাহাম সোফায়ের, সুধারাণী, দেওয়ান সারারসহ অনেকেই। ভারতীয় রাজবংশের আচার নিয়ে ইংরেজদের যে ধারণা ছিল, যেমন- বাঘ শিকার, কোবরা বা গোখরা সাপের সঙ্গম আর সাপুড়ের দৃশ্য তুলে ধরা হয় কর্ম সিনেমায়। এই সিনেমায় দেবিকা রাণী ও হিমাংশু রায়ের একটি চুম্বনের দৃশ্য ঘিরে বহু বছর ধরেই আলোচনা হয়ে আসছে।

অনুসন্ধান যেভাবে

গত ১৩ জানুয়ারী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘BBC’ এর ওয়েবসাইটে “Devika Rani: The myths surrounding ‘Bollywood’s longest kiss’” (আর্কাইভ) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot source: BBC

প্রতিবেদনে বলা হয়, ১৯৩৩ সালে ‘কর্ম’ সিনেমায় বাস্তব জীবনের দম্পতি দেবিকা রানী ও হিমাংশু রায়ের সেই চুম্বনের দৃশ্য বলিউডের কোনো সিনেমায় প্রথম চুম্বন (lip lock) এবং একইসঙ্গে সব থেকে বেশি সময় ধরে চুম্বনের রেকর্ড হিসেবে লেখা হয়েছে দীর্ঘ সময়। আদতে এর কোনটিই সত্য নয়। সেই সময় সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়েছিল, কর্ম সিনেমার ওই চুম্বন দৃশ্য ছিল চার মিনিটের। পর্দায় সেই দৃশ্য ভারতে অনেক মিথ বা গল্পের বিষয়বস্তু হয়ে ওঠে।

২০২০ সালে উক্ত সিনেমার আলোচিত চুমুর দৃশ্যটির বিষয়কে কেন্দ্র করে ভারতীয় লেখিকা কিশোয়ার দেশাই (Kishwar Desai) “The Longest Kiss: The Life and Times of Devika Rani” নামে একটি বই প্রকাশ করেন। 

ভারতীয় সিনেমা নিয়ে সেরা বই হিসেবে ২০২১ সালে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি বইটি। বইটিতে সেই চুম্বন এবং হিমাংশু ও দেবিকা দম্পতির টালমাটাল জীবনের ঘটনাপ্রবাহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কিশোয়ার বিবিসিকে বলেছেন,”সিনেমাটি এমন সময়ে তৈরি করা হয়েছিল, যখন হিমাংশু রায় ও দেবিকা রানির সবেমাত্র বিয়ে হয়েছে, তারা তখন অনেক বেশি ভালোবাসায় আচ্ছন্ন ছিলেন; তাই স্ক্রিনে প্রেমোন্মত্ত সেই চুম্বন অবাক হওয়ার মতো কিছু ছিল না।”

বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য নয় এটি

আলোচিত চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য নয় দাবি করে কিশোয়ার জানান, “ভারত যেহেতু তখন ব্রিটিশদের অধীনে ছিল এবং অনেক সিনেমাই পশ্চিমাদের দর্শক-শ্রোতার জন্য বানানো হয়েছিল, তাই ভারতীয় সিনেমায় তখন সেই দৃশ্য ‘অস্বাভাবিক কিছু ছিল না’। ১৯২০ ও ১৯৩০ এর দশকের শেষ দিকে অনেক সিনেমাতেই চুম্বনের দৃশ্য ছিল।”

Screenshot source: BBC

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ১৯২৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সাইলেন্ট সিনেমা ‘A Throw of Dice‘ খুঁজে পাওয়া যায়। ১ ঘন্টা ১৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে ১৯:৪৫ মিনিটের সময় শ্বেতা দেবী এবং চারু রায়ের একটি চুম্বনের দৃশ্য ছিল। এই সিনেমাতেও অভিনয় করেছেন হিমাংশু রায়।

অর্থাৎ, ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমার চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য নয়। এর চার বছর আগে মুক্তি পাওয়া আরেক বলিউড সিনেমাতেও চুম্বনের দৃশ্য ছিল।

চার মিনিট স্থায়ী ছিল না এই চুম্বন

বিবিসি বলছে, কর্ম’তে চুম্বনের যে দৃশ্যের কথা বলা হচ্ছে, সেটি ছিল সিনেমার একেবারে শেষ দিকে; গোখরার ছোবলে অচেতন রাজপুত্রকে বাঁচাতে মরিয়া রাজকুমারী তাকে চুম্বন খেয়েছেন। 

বিবিসিকে কিশোয়ার দেশাই বলেছেন, “সিনেমায় চার মিনিট ধরে চুম্বনের যে গল্প প্রচলিত রয়েছে, তা সত্যি নয়। “শুরুতে কেবল একটি চুম্বন ছিল না, ধারাবাহিক বা একের পর এক চুম্বন ছিল। আর যদি সময় হিসাব করেন, তা দুই মিনিট পার হবে না।”

Screenshot source: BBC

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ‘কর্ম’ সিনেমাটি খুঁজে পাওয়া যায়। ১ ঘন্টা ০৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির শেষ দিকে ৫৫ মিনিট সময় থেকে আলোচিত চুম্বনের দৃশ্যটি খুঁজে পাওয়া যায়। ধারাবাহিক এই চুম্বনের দৃশ্য দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল।

অর্থাৎ, ‘কর্ম’ সিনেমার চুম্বনের দৃশ্যটি চার মিনিট নয়, ধারাবাহিকভাবে দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল।

বলিউডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্য নয় এটি

বিবিসিকে কিশোয়ার দেশাই বলেছেন, এটি বলিউড সিনেমায় সব থেকে দীর্ঘ সময় ধরে চুম্বনের দৃশ্যও নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে ২০২২ সালের ২১ জুন ভারতীয় সংবাদমাধ্যম ‘Times of India’ এর ওয়েবসাইটে “Bollywood’s top 10 longest on-screen kisses” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘Zindagi Na Milegi Dobara’তে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফের একটি চুম্বনের দৃশ্য তিন মিনিট দীর্ঘ ছিল। তাছাড়া, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘Fitoor’ সিনেমায় আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফের একটি চুম্বনের দৃশ্য তিন মিনিট স্থায়ী ছিল। 

অর্থাৎ, এই দুই সিনেমার চুম্বনের দৃশ্যের স্থায়িত্ব কর্ম সিনেমার চুম্বনের দৃশ্যের স্থায়িত্বের চেয়ে বেশি ছিল। 

মূলত, ১৯৩৩ সালে দেবিকা রাণী ও হিমাংশু রায় অভিনীত সিনেমা ‘Karma’ (কর্ম) মুক্তি পায়। উক্ত সিনেমায় দেবিকা ও হিমাংশুর একটি চুম্বনের দৃশ্যকে বলিউডের প্রথম, চার মিনিট স্থায়ী এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্য শীর্ষক দাবিতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বহু বছর ধরে প্রচার হয়ে আসছে। তবে অনুসন্ধানে জানা যায়, চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য নয়। এর চার বছর পূর্বে মুক্তি পাওয়া আরেক বলিউড সিনেমা ‘A Throw of Dice’ এও চুম্বনের দৃশ্য ছিল। এছাড়া, উক্ত চুম্বনের দৃশ্য ধারাবাহিকভাবে দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। তাছাড়া, এটি বলিউডের দীর্ঘস্থায়ী চুম্বনের দৃশ্যও নয়। 

সুতরাং, ১৯৩৩ সালের বলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্যের বিষয়ে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img